হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছে। এ উপলক্ষে এসোসিয়েশনের উদ্যোগে এবং টেইমসাইড বার কাউন্সিলের সহযোগীতায় হাইড টাউন হলের সামনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় । সম্মিলিত কন্ঠে গাওয়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোছাব্বির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং হাইডের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন ।
হাইড তথা টেইমসাইড বারা কাউন্সিলে অর্ধশতাধিক বছর থেকে বাংলাদেশী অভিবাসীদের আবাস হলেও এবারই প্রথম হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে টেইমসাইড কাউন্সিল এ উদ্যোগের সাথে একাত্নতা প্রকাশ করে। টেইমসাইড বারার বাংলাদেশীদের জন্য ঐতিহাসিক এ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেইমসাইড কাউন্সিলের ডেপুটি মেয়র মাইক গ্লবার । এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলী রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ পতাকা উত্তোলন সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার জিম ফিজপ্যাট্রিক, কাউন্সিলার পিটার রবিনসন, কাউন্সিলার ফিল চ্যাডউইক ও কাউন্সিলার শিবলী আলম ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাইড জামে মসজিদের চেয়ারম্যান মুজিবুল হক, ভাইস চেয়ারম্যান লাবিব খান, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ফারুক আহমদ এমবিই, বদরুল আলম, সুরত মিয়া, কাজি লু্ৎফুর রহমান, রঘুচন্দ্র নাথ, মাহফুজ খান প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্ঠা মোবাশ্বির উল্লাহ, হাজী আব্দুল জব্বার, আসলন্দর আলী, আব্দুল কাদির ও এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছিলেন, তাদের আত্নার শান্তি কামনা করে অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন হাইড জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা আব্দুল মালিক।