২৩শে রবিবার ডিসেম্বর বার্সেলোনার স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে কাতালোনীয়া বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা ও নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
কাতালোনীয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ আর লিটু ও কাতালোনীয়া বিএনপির প্রচার সম্পাদক এম লাইবুর রহমান এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাতালোনীয়া বিএনপির সভাপতি মো.শফিউল আলম শফি।
এসময় বক্তব্য রাখেন সান্তা কলমা বিএনপির সভাপতি হাবিব উল্লাহ আনিছ,কাতালোনীয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী,সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামুন,কাতালোনীয়া যুবদলের সভাপতি শফিক খান,কাতালোনীয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ মুন্সী,সান্তাকলমা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃসাজ্জাদ সালু, প্রচার সম্পাদক শামসুর রহমান,কাতালোনীয়া বিএনপি নেতা রাসেল হাওলাদার,আনহার আলী,কাতালোনীয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক রাসেল আহমদ,সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের সভাপতি আজমল আলী সহ অন্যানরা।
বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে এবং প্রবাসে জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং কারাবন্দি নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। বক্তারা আরো ও বলেন ,দেশে এখন গুম,খুন,হত্যা এবং শৈরাচারী শাষনতন্ত্র সহ পুলিশী নির্যাতন চলতেছে এর অবসান ঘঠাতে হলে সবাইকে ৩০ডিসেম্বর ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
কণ্ঠ: সুমু মির্জা