২৩ডিসেম্বর রবিবার বার্সেলোনার স্থানীয় ভিলাদমাত হলে মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশের বিজয় দিবস অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা।
মহিলা সমিতির সভাপতি মেহেতা হকের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন মালিয়া সাইদ ও মুন্নী।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল অংশ।
সংগঠনের পক্ষ থেকে মেহেতা হক মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করে ভূমিকা বক্তব্য রাখেন।
মহিলা সমিতির নেতৃবৃন্দ ছাড়াও এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলা স্কুলের সভাপতি আলা উদ্দিন হক নেসা,কমিউনিটি নেতা নবিনুল হক,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন,উত্তম কুমার,মনিরুজ্জামান সুহেল, বার্সেলোনা যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু, কমিউনিটি নেতা লুৎফুর রহমান, শিপলু রাজ,হানিফ শরিফ,তৌফিকুজ্জামান শহজ,স্পেন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি বনি হায়দার মান্না, সাধারণ সম্পাদক আফাজ জনি,সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ,প্রচার সম্পাদক এম লায়বুর রহমান,প্রবাস কথা স্পেন প্রতিনিধি এখলাস মিয়া, ৫২বাংলা টিভি প্রতিনিধি মো.ছালাহ উদ্দিন সহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক সন্ধায় ছিল কবিতা আবৃতি,নাচ গান ,নৃত্য পরিবেশনা। সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী জিনাত শফিক,ওয়াসী উদ্দিন,রাজু গাজী,মৌসুমী,তন্ময়,ওয়াফিকা,সোহা,আনুস্কা,নাফিসা,খেয়া সহ অন্যানরা।