সোমবার যুক্তরাজ্য আওয়ামীলীগ হাইড শাখা মহান বিজয় দিবস এবং নির্বাচন পূর্ববতী এক আলোচনা সভার আয়োজন করে গত ১৭ ডিমসম্বর সোমবার। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ হাইড শাখার সভাপতি হাজী মোঃ আজাদ মিয়া।
সাধারন সম্পাদক মোঃ ছুরত মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ সভাপতি মোরাদ আহমদ, মোঃ ফারুক আহমদ এম বি ই, সহ সভাপতি মোঃ হেদায়াতুল ইসলাম(নওয়াব), সহ সভাপতি গোলাম কিবরিয়া বেলাল, যুগ্ম সমপাদক সৈয়দ আং মননান, সাংগঠনিক সমপাদক মোঃ আবুল কাশেম শানুর, মোঃ মুজিবুল হক, হাইড জামে মসজিদ এর সাধারণ সমপাদক লাবিব খান, আইন বিষয়ক সমপাদক শাহেদ ইমরান, শেখ খায়রুল ইসলাম , লিটন নূর,মোঃ ছফেদুল হক সহ আরো অনেকে । সভায় আরো উপস্থিত ছিলেন হাইড জামে মসজিদের সভাপতি সহ কমিউনিটিরনেতৃবৃন্দ।