মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির জবাবের  » «   তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল  » «   কী হচ্ছে তুরস্কে, একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছেন এরদোয়ান?  » «   যুক্তরাষ্ট্রফেরত জাহিদুল এখন সফল কৃষি উদ্যোক্তা  » «   জীবনের ইনিংসে কঠিন লড়াইয়ে তামিম  » «   শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য  » «   জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার  » «   গাজায় নিহত ৫০ হাজার ছাড়িয়েছে  » «   সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কী চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি?  » «   হিথরো বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু  » «   এনসিপির ভোটারদের বয়স ১৬ ও এমপিপ্রার্থীদের ২৩ চায় কেনো?  » «   গাজার পর লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল  » «   ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের বড় উত্থান  » «   হাসনাত আব্দুল্লাহ’র অভিযোগ, আতঙ্ক: আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে  » «   হিথ্রো বন্ধ, মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট  » «  

বিয়ানীবাজারের খাসা স্কুলে অনুষ্ঠিত হলো ‘সেরা শিক্ষার্থী-১৮’
যুক্তরাজ্যবাসী শিক্ষানুরাগীর সৃজনশীল উদ্যোগ



২২ ডিসেম্বর শনিবার বিয়ানীবাজার পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘সেরা শিক্ষার্থী-২০১৮’ অনুষ্ঠান। এ উপলক্ষে দিনব্যাপী ছিলো নানা আয়োজন।

৫২বাংলাটিভি (52banglatv.com) এর অন্যতম পরিচালক ও হেড অফ মার্কেটিং এবং সাপ্তাহিক দিবালোক(dibalok.com) প্রকাশক যুক্তরাজ্যবাসী শিক্ষানুরাগী  আবু হাসনাতের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে থেকে মোট ৫ জন শিক্ষার্থীকে সেরা শিক্ষার্থী হিসাবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসাবে শিক্ষার্থীরা পায় সনদপত্র ও জনপ্রতি ৫ হাজার টাকা। সারা বছরের সার্বিক কার্যক্রম ; পড়ালেখা,বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি,ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অংশগ্রহণ ইত্যাদি  বিষয় বিবেচনা করে সেরা শিক্ষার্থী নির্বাচন করা হয়।

সকাল ১১ টায় শিশুনাট এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক, কবিতা আবৃত্তি,নৃত্য ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেলা ২ টায় সেরা শিক্ষার্থী ২০১৮ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিধু ভূষণ বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ইসলাম উদ্দিন, প্রবীন ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী  ইরমান আলী, নাট্যকার ও নির্দেশক আতিকুল ইসলাম রুকন।

প্রধান অতিথি শিক্ষাবিদ আলী আহমদ বলেন- শিশুদের মেধা ও মানষিক বিকাশে সৃজনশীল চর্চার কোন বিকল্প নেই। শিশুরা যত বেশী সৃজনশীল পরিবেশ এবং  সৃজনশীলতা চর্চার সুযোগ পাবে তারা ততো বেশী মানবিক , মেধাবী সর্বপরি দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে দেশের আদর্শ নাগরিক হবে।

বিশেষ অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিশুরা আমাদের আগামীর সম্পদ।  তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে এই ধরণের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়েই শুরু হওয়া উচিত।  এই উদ্যোগটি ধারাবাহিক ভাবে চালিয়ে যাবার জন্য  সকলে উদ্যোক্তার প্রতি অনুরোধ জানান।

সেরা পাঁচ শিক্ষার্থীরা হলেন ১ম শ্রেণির সামিয়া ইসলাম অহনা, ২য় শ্রেণির নুসরাত জাহান নওশিন, ৩য় শ্রেণির আদিবা আশরাফ জ্বীম, ৪র্থ শ্রেণির আব্দুল্লাহ আল নোমান, ৫ম শ্রেণির হুমায়রা জান্নাত।
অনুষ্ঠানটির প্রানবন্ত সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক তন্ময় পাল চৌধুরী ও পপি বেগম।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিবাবক এবং শিক্ষানুরাগিদের উপস্থিতি ছিল।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন