মোহাম্মদ ইদ্রিস ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬১ সালের রবীন্দ্র জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন ও ছায়ানটের প্রতিষ্ঠালগ্নে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। অনেক বইয়ের প্রচ্ছদও তিনি এঁকেছেন।
বাংলা ১৩৩৮ সালের ২৭ বৈশাখ রংপুরের মুন্সিপাড়ায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইদ্রিস। ১৯৫০ সালে রংপুর জিলা স্কুল থেকে পাস করে শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত আর্ট কলেজের তৃতীয় ব্যাচে ভর্তি হন। পাস করে যোগ দেন পাকিস্তান অবজারভার পত্রিকায়।
১৯৬০ সালে যুক্ত হন রূপায়ণ নামের একটি হস্তজাত শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে। এর পৃষ্ঠপোষক ছিলেন পটুয়া কামরুল হাসান। এই সংস্থা পরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) সঙ্গে একীভূত হয়ে যায়। ১৯৯১ সালে সেখান থেকে উপপ্রধান ডিজাইনার হিসেবে অবসর নেন মোহাম্মদ ইদ্রিস।