বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও নৌকার প্রচারণা করেছে স্পেনের কাতালোনীয়া আওয়ামী লীগের একাংশ ।
১৬ ডিসেম্বর রবিবার বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতালোনীয়া আওয়ামী লীগের একাংশের সভাপতি শফিকুর রহমান শফিক। ফিরুজ আলম আকাশ ও জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতালোনীয়া আওয়ামী লীগের একাংশের প্রধান উপদেষ্টা আলা উদ্দিন হক নেসা,বিশেষ অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোশাররফ বেপারী,শিমুল চৌধুরী,শামিম হাওলাদার,জাফর হোসেন,গিয়াস উদ্দিন,মুজিবুর রহমান,শরিফ আহমদ সাধন,মনিরুজ্জামান সুহেল,তৌফিকুজ্জামান সহজ,আলী হোসেন জুয়েল,সালেহ আহমদ সোহাগ,ফারুক বয়াতী সহ অনেকে।
বক্তারা শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযোদ্ধের আত্নত্যাগ করা সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্বরণ করেন।
এছাড়া জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে ।
এসময় তারা সকল প্রবাসীদের উদ্যেশ্যে বলেন দেশে সকলের পরিবার আত্নীয় স্বজনকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।