শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে নজিরবিহীন হামলা: এত বড় সিদ্ধান্ত এখন কেন নিল ইসরায়েল?  » «   ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা : ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে উত্তপ্ত পরিস্থিতি  » «   প্রবাসীদের ভোট : অনলাইন পদ্ধতিই গ্রহণযোগ্য, মত অধিকাংশ দলের  » «   লন্ডনের রাজনৈতিক ভণ্ডামি দেশের জন্য ভয়ানক: এনসিপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া  » «   ইসরায়েল-ইরান হামলা : সামরিক শক্তি কার কতটুকু  » «   ইউনূস–তারেক বৈঠক: একান্তে কী আলোচনা হলো, দুই পক্ষই জানাল সন্তুষ্টির কথা  » «   ইরানকে ট্রম্পের হুমকি : চুক্তিতে না এলে অবস্থা আরও ভয়াবহ হবে  » «   রোজার আগেই জাতীয় নির্বাচন : তারেকের প্রস্তাবে ইউনূসের সম্মতি  » «   ইরান-ইরাক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি ইরান, পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে সর্বত্মক প্রস্তুতি  » «   লন্ডনে ড. ইউনূস-তারেক সাক্ষাৎ : বৈঠকের আগে যে কথা হলো তাদের  » «   এবার হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু  » «   পাখির ধাক্কা না যান্ত্রিক ত্রুটি—কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ?  » «   ইরানের ইসরায়েলের হামলা : রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত, বিশ্ববাজারে চরম অস্থিরতা  » «   রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ইউনূস : একান্ত বৈঠকে জানালেন সংস্কার কার্যক্রম  » «   কি যুক্তিতে টিউলিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউনূস?  » «  

কবিতা দিয়ে চেতনার বিজয় উৎসব



ব্রিটেনে বেড়ে ওঠা প্রজন্মকে সাথে নিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করেছে চেতনা ইউকে ম্যানচেস্টার। ‘প্রতিরোধ-সংগ্রামে কবিতা,প্রাণের গভীরে কবিতা’ শিরোনামে বিজয় দিবসের অনুষ্ঠান হয়ে গেলো গত ১৬ ডিসেম্বর।

মুক্তিযুদ্ধে রক্ত টগবগিয়ে ওঠা তরুণদের যুদ্ধে যাবার প্রত্যয় কবিতার ছন্দে ঝংকার তুলে ছিলো সেদিন। ৭১ এ শত্রু নিধনে ঝাঁপিয়ে পড়ে ছিল বাঙালি, মুক্তির জন্যে মানুষের আকুতি, ছেলেহারা মায়ের দীর্ঘশ্বাস, তারামন বিবিদের বীরত্ব গাঁথা ধ্বণিত প্রতিধ্বনিত হয়েছিল চেতনার এ অনুষ্ঠানে।

প্রতিবাদ-প্রতিরোধ আর নতুন দেশ গড়ার অঙ্গীকারে উজ্জিবীত হবার শপথ নেয়া এ অনুষ্ঠানটি হয় ম্যানচেস্টারে বার্চ কমিউনিটি সেন্টারে রবিবার সন্ধ্যায়। কবিতার পাশাপাশি ল্যাংগুয়েজ এন্ড কালচার অব বাংলাদেশ এলসিবি ম্যানচেস্টারে শিশু-কিশোর কিশোরীদের গাণ-নৃত্য দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠানটি।

এলসিবি’র শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের গাওয়া জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। চেতনার সাধারণ সম্পাদক ফারুক যোশী’র স্বাগত বক্তব্যের পর  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চেতনার সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান।

সাবিনা ইয়াসমিন ও আমনিুল হক ওয়েছের উপস্থাপনায়  কবিতা আবৃত্তি করেন নাজমা ইয়াছমিন, ইফফাত শারমীন মিথুল, মীর গোলাম মোস্তফা, তাসাদ্দুক হোসেন বাহার, মুকিত চৌধুরী সিতু, লিয়াকত খান,বাহার উদ্দিন, সালাহ উদ্দিন সুমন, জাওয়েদ ইকবাল মজুমদার, জুবেদ আহমদ, শামিম তালুকদার প্রমূখ।

কবিতার ফাঁকে ফাঁকে চলে শিশু-কিশোর-কিশোরীদের গীতি নাট্য, কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো গান। নৃত্য আর গানের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয়কে তুলে ধরা হয় এ অনুষ্ঠানে।

গীতি নাট্য পরিবেশনায় অংশনেন ব্রিটেনে বেড়ে ওঠা লাভিবা, বুশরা রাইদা,আরীফিন, হাবিবা, আমিরা, আদিয়ান, তুষা, তাওসীফ, আবরার, জারীফ, স্বাধীন, আদৃতা, সাফোয়ান, রীশব, লিয়ানা,রাকা, রাইয়ান, আদীব, সাইরা,ইলম, প্রিময়, প্রভাত,ইমতিয়াজ। এছাড়া ছিল বিজয় নিয়ে তরুনী নাহদার আবেগময় নৃত্য।

অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করেন মিছবাহ উদ্দিন এবং বাউল গানে ছিলেন সৈয়দ মাহমুদুর রহমান ও তারা মিয়া। এ ছাড়া গান পরিবশেন করেন মীর গোলাম মোস্তফা ও নাজমা ইয়াছমীন। কবিতা ও গানে যন্ত্র সঙ্গীতে ভিন্ন আবহ তোলেন তুলসী ভৌমিক।

 

 

কণ্ঠ: তিশা সেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন