বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ঢাবি অ্যালামনাই ইন দ্য ইউকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত  » «   প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে সমছুল- করিমা ফাউন্ডেশন  » «   গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে পাঁচ লাখের বেশি মানুষের বিক্ষোভ  » «   বাংলাদেশ সেন্টার লণ্ডন নির্বাচন ২০২৩: গ্রিন এলায়েন্স এর প্রার্থী পরিচিতি অনুষ্ঠান  » «   নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের বাংলাদেশের ৭২-এর সংবিধান-এর ওপর গবেষণা করার আহ্বান  » «   কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর কো অর্ডিনেটার আসলাম উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল  » «   লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সাদিক রহমানের পিতা হাফিজ আব্দুন নূর এর মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   জলবায়ু সংকট মোকাবেলায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফান্ড পেলো ইষ্টহ্যান্ডস  » «   ক্রয়ডনে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রাইজিং ডিনার ইভেন্ট অনুষ্ঠিত  » «   হবিগঞ্জ জেলার ১৮ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক পেলেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা-২০২৩  » «   বিসিএর এজিএম ও নির্বাচন সম্পন্ন  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা  » «   হবিগঞ্জ জেলার ১৮ গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক পাচ্ছেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে ২০২৩-২৫ কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক  » «    পরিণত জীবন শিক্ষকদেরই দান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

কবিতা দিয়ে চেতনার বিজয় উৎসব



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ব্রিটেনে বেড়ে ওঠা প্রজন্মকে সাথে নিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করেছে চেতনা ইউকে ম্যানচেস্টার। ‘প্রতিরোধ-সংগ্রামে কবিতা,প্রাণের গভীরে কবিতা’ শিরোনামে বিজয় দিবসের অনুষ্ঠান হয়ে গেলো গত ১৬ ডিসেম্বর।

মুক্তিযুদ্ধে রক্ত টগবগিয়ে ওঠা তরুণদের যুদ্ধে যাবার প্রত্যয় কবিতার ছন্দে ঝংকার তুলে ছিলো সেদিন। ৭১ এ শত্রু নিধনে ঝাঁপিয়ে পড়ে ছিল বাঙালি, মুক্তির জন্যে মানুষের আকুতি, ছেলেহারা মায়ের দীর্ঘশ্বাস, তারামন বিবিদের বীরত্ব গাঁথা ধ্বণিত প্রতিধ্বনিত হয়েছিল চেতনার এ অনুষ্ঠানে।

প্রতিবাদ-প্রতিরোধ আর নতুন দেশ গড়ার অঙ্গীকারে উজ্জিবীত হবার শপথ নেয়া এ অনুষ্ঠানটি হয় ম্যানচেস্টারে বার্চ কমিউনিটি সেন্টারে রবিবার সন্ধ্যায়। কবিতার পাশাপাশি ল্যাংগুয়েজ এন্ড কালচার অব বাংলাদেশ এলসিবি ম্যানচেস্টারে শিশু-কিশোর কিশোরীদের গাণ-নৃত্য দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠানটি।

এলসিবি’র শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের গাওয়া জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। চেতনার সাধারণ সম্পাদক ফারুক যোশী’র স্বাগত বক্তব্যের পর  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চেতনার সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান।

সাবিনা ইয়াসমিন ও আমনিুল হক ওয়েছের উপস্থাপনায়  কবিতা আবৃত্তি করেন নাজমা ইয়াছমিন, ইফফাত শারমীন মিথুল, মীর গোলাম মোস্তফা, তাসাদ্দুক হোসেন বাহার, মুকিত চৌধুরী সিতু, লিয়াকত খান,বাহার উদ্দিন, সালাহ উদ্দিন সুমন, জাওয়েদ ইকবাল মজুমদার, জুবেদ আহমদ, শামিম তালুকদার প্রমূখ।

কবিতার ফাঁকে ফাঁকে চলে শিশু-কিশোর-কিশোরীদের গীতি নাট্য, কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো গান। নৃত্য আর গানের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয়কে তুলে ধরা হয় এ অনুষ্ঠানে।

গীতি নাট্য পরিবেশনায় অংশনেন ব্রিটেনে বেড়ে ওঠা লাভিবা, বুশরা রাইদা,আরীফিন, হাবিবা, আমিরা, আদিয়ান, তুষা, তাওসীফ, আবরার, জারীফ, স্বাধীন, আদৃতা, সাফোয়ান, রীশব, লিয়ানা,রাকা, রাইয়ান, আদীব, সাইরা,ইলম, প্রিময়, প্রভাত,ইমতিয়াজ। এছাড়া ছিল বিজয় নিয়ে তরুনী নাহদার আবেগময় নৃত্য।

অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করেন মিছবাহ উদ্দিন এবং বাউল গানে ছিলেন সৈয়দ মাহমুদুর রহমান ও তারা মিয়া। এ ছাড়া গান পরিবশেন করেন মীর গোলাম মোস্তফা ও নাজমা ইয়াছমীন। কবিতা ও গানে যন্ত্র সঙ্গীতে ভিন্ন আবহ তোলেন তুলসী ভৌমিক।

 

 

কণ্ঠ: তিশা সেন


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ওয়ালি মাহমুদ, সাহিত্য সম্পাদক

নব্বই দশকের কবি। পুরো নাম মোহাম্মদ ওয়ালিউর রহমান মাহমুদ। বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন জলঢুপ পাতন গ্রামের মতিউর রহমান মাহমুদ রোডের দেওয়ান ভিলা’য় ১লা আগস্ট, ১৯৭২ সালে জন্ম গ্রহণ করেন।

১৯৮৬ সালে দেয়াল পত্রিকার মাধ্যমে প্রথম লেখালেখির হাতে খড়ি। কাব্যের জগতে কখনো গদ্যের তীরে হাঁটতে হাঁটতে কুশিয়ারা, কখনোবা পদ্যের তীর ঘেঁষে সুনাই অথবা বিলেতের টেমস অবধি। নিয়মমাফিক বৃত্তের বাইরে স্বতন্ত্র অবস্থানের পুন:পুন: প্রচেষ্টায় মলাটবন্দী কাব্যের পঙক্তিমালার সযত্ন সৃষ্টি, কবিতাকে চিনিয়ে দেয় গভীরভাবে।

প্রকাশিত কাব্যগ্রন্থ ও গবেষণা এবং সম্পাদিত লিটলম্যাগ যথাক্রমে: ভালোবাসার পোয়াতি (কোলাজ, ১৯৯৯), যৈবতী শোন (কোলাজ, ১৯৯৯), একটি দীর্ঘশ্বাসের মৃত্যু, উঊঅঞঐ ঙঋ অ ঝওএঐ (উৎস, ২০০১), আমি এক উত্তরপুরুষ, ও অগ ঞঐঊ উঊঝঈঊঘউঅঘঞ (উৎস, ২০০২), নির্বাসনে, নির্বাচিত দ্রোহ (ম্যাগনাম ওপাস, ২০০৪), ১২৩৭ দাগ (এডিটর’স ইংল্যান্ড, ২০১৪); ডায়াস্পরা গবেষণা: দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর সাহিত্যসম্ভার (এডিটর’স ইংল্যান্ড, ২০১৩); সম্পাদিত লিটলম্যাগ: কবিয়াল (সম্পাদিত, ১৯৯২), শিকড় (সম্পাদিত, ১৯৯৪), ও ইংল্যাণ্ড এবং বাংলাদেশ থেকে প্রকাশিত লোকন লিটলম্যাগ সম্পাদনা করেন।
ই-মেইল: walimahmud@yahoo.co.uk