শনিবার, ৩ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
প্যারিসে জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত  » «   ফরাসি ভাষা শিক্ষায় ‘বেসিক-ফ্রঁসে বাংলা’ অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন  » «   গবেষণা এবং শিক্ষাদানের উৎকর্ষতা চ্যালেঞ্জ মোকাবিলার উপাদান – প্রফেসর মোহাম্মদ মুশফিক উদ্দিন  » «   আনোয়ারুল ইসলাম অভির সিভিক এওয়ার্ড লাভ  » «   ভেজিটেবল অয়েলের পেছনে পাশ্চাত্যের দুর্নীতির ইতিহাস ও আমাদের করণীয়  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাম্পেইন: গ্রীনস্ট্রিটে ব্যাপক প্রচারণা  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে  সমাবেশ অনুষ্ঠিত  » «   যুক্তরাজ্যবাসী সাংবাদিক রহমত আলীকে নিয়ে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবের অশালীন মন্তব্যের ক্ষোভ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই  » «   যুক্তরাজ্যে ঈদের দিনে ছুটি চাই  » «   ঈদের ছুটি- ব্যবসায় লস নয় ব্র্যান্ডিং এর সুযোগ!  » «   দুই প্রেসিডেন্টের কথার লড়াই ও ক্রীড়াঙ্গণের থলের বিড়াল  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে  হোয়াইটচ্যাপেলে সমাবেশ ১৮ এপ্রিল মঙ্গলবার  » «   পহেলা বৈশাখ থেকে অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর  » «   বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘র আত্নপ্রকাশ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

৪ ডিসেম্বর বুধবার পূর্বলন্ডনের একটি হলে দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ কে সভাপতি, আব্দুল মানিককে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেন কে কোষাধ্যক্ষ করে সর্বমোট  ২২ সদস্যের কার্যনির্বাহী কমিটি  গঠন করা হয়েছে।

দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘র কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তারা হলেন-  সহসভাপতি- নাজমুল ইসলাম, শামীম উদ্দিন, সাহাব উদ্দিন। যুগ্মসাধারণ সম্পাদক মহিবুস সামাদ সবু, সাংগঠনিক সম্পাদক ছালা উদ্দিন এনাম, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, সমাজকল্যাণ ও শ্রম সম্পাদক আলীম উদ্দিন, প্রেস ও প্রচার সম্পাদক জাহেদ আহমদ রাজ, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, মানবাধিকার সম্পাদক শামীম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক বদরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গির আলম, ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক নাজমুল ইসলাম, মহিলা সম্পাদক ফারজানা চৌধুরী, সহ-মহিলা সম্পাদক সুলতানা বেগম, ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ খয়রুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, কর্মসংস্থান সম্পাদক নিজাম উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম। এছাড়াও  সংগঠনের একশত বিশজন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

সংগঠনের উপদেষ্টাবৃন্দ হলেন- উপাধক্ষ্য রাজন উদ্দিন জালাল,  সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী, বিশিষ্ট অভিনেতা স্বাধীন খছরু, সমাজসেবী ফরিজ আলী, চুনু মিয়া,  হাফিজ উদ্দিন, ফরিজ উদ্দিন, মুহিবুর রহমান হেলাল, সরজুল ইসলাম ও সরাব হোসেন।

প্রসঙ্গত গত ২৯ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের স্টিফোর্ড কমিউনিটি সেন্টারে একটি সার্বজনীন সংগঠন প্রতিষ্টার নিমিত্বে তৃতীয় ও সর্বশেষ গোলটেবিল বৈঠক থেকে সকলের মতামতের ভিত্তিতে   ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘  গঠন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ  উপাধ্যক্ষ্য রাজন উদ্দিন জালাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ, বিশিষ্ট অভিনেতা স্বাধীন খসরু, চুনু মিয়া, ফরিজ আলী, মুহিবুর রহমান হেলাল, সরজুল ইসলাম, আব্দুল হাফিজ, রকিব উদ্দিন, ফরিজ উদ্দিন, আব্দুস শহীদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- নাজমুল ইসলাম,শামীম উদ্দিন, মুহিবুস সামাদ সবু,কামাল উদ্দিন, বুরহান উদ্দিন মাষ্টার, বদরুল রশীদ, কামাল হোসেন, শাহ আলম, জাকির হোসেন, আব্দুল মানিক, মৌলানা সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গির আলম, ছালা উদ্দিন এনাম, কামাল উদ্দিন, আসাদ উদ্দিন, আমীনুল ইসলাম বদরুল, জাকির উদ্দিন, আলীম উদ্দিন, রুহুল ইসলাম,নুরুল ইসলাম দুদু, তাজুল ইসলাম তাজ, বদরুল ইসলাম নাজ, জয়নাল আবেদীন,জাহেদ আহমদ রাজ প্রমূখ।

তৃতীয় এই গোলটেবিল সভায় সর্বসম্মতিক্রমে ‘দি বড়লেখা  কমিউনিটি ট্রাস্ট ইউকে’ নামে সংগঠন প্রতিষ্টার সিদ্বান্ত হয়। এবং বীরমুক্তিযুদ্ধা পীরজাদা হোসাইন আহমদকে সভাপতি নিয়োগ দিয়ে প্রাথমিক কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীদের একটি ঐক্যবদ্ধ এবং ঐতিহ্যবান্ধব সংগঠন প্রতিষ্ঠার লক্ষে তিনটি গোলটেবিল বৈঠক আহবান করে সকলের মূল্যবান মতামতের ভিত্তিতে  ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘ প্রতিষ্টা করা হয়েছে।

কণ্ঠ: সুমু মির্জা


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন