মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

গ্রেণেড হামলায় নিহত শাহ্ এ এম এস কিবরিয়ার বিচার কার্য ১৬ বছরেও সম্পন্ন হয়নি



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বুধবার (২৭ জানুয়ারী) সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৬তম শাহাদত বার্ষিকী। ২০০৫ সালের ওই দিনে তিনি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় গ্রেণেড হামলায় নির্মমভাবে নিহত হন।

শাহ এএমএস কিবরিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

পৃথকভাবে এ কর্মসূচিগুলো পালন করে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন এবং কিবরিয়া স্মৃতি সংসদ। এছাড়া ঢাকার বনানীতে অবস্থিত মরহুমের কবরস্থানে বুধবার সকাল সাড়ে ৯টায় কিবরিয়া পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয় । পরে সেখানে জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, ১৬ বছরেও শাহ এ এম এম কিবরিয়া হত্যাকান্ডের বিচার না হওয়ায় হতাশ তার পরিবার। এ ব্যাপারে মঙ্গলবার মিডিয়ায় এক ভিডিও বার্তা প্রদান করে হত্যা রহস্যের উদঘাটন ও বিচারের দাবী জানান ড. রেজা কিবরিয়া। ভিডিও বার্তায় তিনি বলেন, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যারবাজারে আমার বাবা মৃত্যুবরণ করেন।

তিনি সারা জীবন দেশের জন্য কাজ করেছেন। পররাষ্ট্র সচিব ও জাতিসংঘের উপ-মহাসচিব ছিলেন। পরে অর্থমন্ত্রী ও এমপি নির্বাচিত হন। এমপি থাকার সময় বৈদ্যারবাজারে আওয়ামী লীগের এক জনসভায় তিনি আহত হলে কয়েক ঘন্টা পর মারা যান।

এর পর ১৬ বছরে আমার বাবার হত্যা নিয়ে হয়েছে প্রহসন। আমার বাবার হত্যার বিচার নিয়ে এভাবে আর কতদিন চলবে। এই হত্যার রহস্য আমার পরিবার ও দেশের জন্য উদঘাটন প্রয়োজন বলে আমি মনে করি। আমি আশাবাদী এই বংলার মাটিতেই আমার বাবার বিচার হবে।

শাহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ডের বিচার বিলম্ভে হতাশা ব্যক্ত করেছেন মামলার বাদী ও হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খানও।

তিনি বলেন এই সরকারের আমলে বিচার কাজ শেষ না হওয়ায় আমি হতাশ। আশা করি দ্রুত বিচার সম্পন্ন হবে।

মামলার আসামীরা বিভিন্ন কারাগারে থাকা এবং স্বাক্ষীদের উপস্থিতি না হওয়ায় মামলার বিচারে বিলম্ব হচ্ছে বলে জানান, সিলেটের পিপি এডভোকেট সারোয়ার আহমেদ আব্দাল।

শাহ এ এম এস কিবরিয়া কর্মজীবনে পররাষ্ট্র সচিব, এসকাপের নির্বাহী সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করার পর ১৯৯৪ সালে আওয়ামীলীগে যোগদান করেন। পরে তিনি আওয়ামীলীগের উপদেষ্টা হন।

উল্লেখ্য যে, ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের এমপি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া।

জনসভা ছিল কানায় কানায় পূর্ণ। বক্তব্য শেষে যখন তিনি মঞ্চ থেকে নেমে সহকর্মীদের নিয়ে বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটে আসেন তখনই দিনের আলো নিভে প্রায় সন্ধ্যা। হঠাৎ করেই বিকট শব্দ।

হুড়োহুড়িতে চারদিকে গগনবিদারী চিৎকার। আর্জেস গ্রেনেডের আঘাতে অনেকেই ক্ষতবিক্ষত।সেখানে শাহ এ এমএস কিবরিয়া গুরুতর আহত হলে ঢাকা নেয়ার পর মৃত্যু বরণ করেন। ঘটনাস্থলে মারা যান তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা ও এলাকার তিনজন। আহত হন আরও ৭০জন। এ ঘটনার পরদিন ২৮ জানুয়ারি তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন। মামলার তদন্তে কাজ করে দেশী-বিদেশী বিভিন্ন সংস্থা।

কিন্তু মামলাটির স্বাভাবিক তদন্ত না হয়ে দলীয় বিবেচনায় পরিচালিত হতে থাকে।

পরে মামলার তিন দফা চার্জশীট দেয়ার পর হত্যা এবং বিষ্ফোরক মামলা দুটি সিলেটের দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোন স্বাক্ষী না যাওয়ায় কার্যত থমকে আছে বিচার কাজ। উভয় মামলায় ১৭৩জন স্বাক্ষী থাকলেও হত্যা মামলায় ৪২ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিষ্ফোরক মামলায় এখনও কেউ স্বাক্ষ্য প্রদান করেননি।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন