বিপুল সংখ্যক যুক্তরাজ্যস্থ বড়লেখা প্রবাসীদের অংশগ্রহনে ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘র আত্নপ্রকাশ ঘটেছে।
গত ২৭ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের স্টিফোর্ড কমিউনিটি সেন্টারে একটি সার্বজনীন সংগঠন প্রতিষ্টার নিমিত্বে তৃতীয় ও সর্বশেষ গোলটেবিল বৈঠক থেকে সকলের মতামতের ভিত্তিতে ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘ গঠন করা হয়।
সভায় সভাপতিত্ত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ উপাধ্যক্ষ্য রাজন উদ্দিন জালাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ, বিশিষ্ট অভিনেতা স্বাধীন খসরু, চুনু মিয়া, ফরিজ আলী, মুহিবুর রহমান হেলাল, সরজুল ইসলাম, আব্দুল হাফিজ, রকিব উদ্দিন, ফরিজ উদ্দিন, আব্দুস শহীদ প্রমুখ।
তৃতীয় এই গোলটেবিল সভায় সর্ব সম্মতিক্রমে ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে’ নামে সংগঠন প্রতিষ্টার সিদ্বান্ত হয়। এবং বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদকে সভাপতি নিয়োগ দিয়ে প্রাথমিক কমিটি গঠন করা হয়।
একশত বিশ জন বিশিস্ট কমিটির নাম সভায় ঘোষণা করা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্ণাঙ্গ কমিটির নাম পরবর্তী সভায় ঘোষণা করা হবে।
সভায় বক্তারা বড়লেখা উপজেলার সার্বিক উন্নয়নে নবগঠিত ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘ সফল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে বলেন, এই সংগঠন প্রবাসে এবং নিজ অঞ্চলের সকল মানুষের অভিন্ন উচ্চকন্ঠ এবং সামাজিক, ঐতিহ্যিক, সাংস্কৃতিক কর্মকান্ডে আলোকিত ভূমিকা রাখবে। এবং বহি:বিশ্বে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মদের সম্পৃক্ত করে বড়লেখাবাসীদের ঐক্যবদ্ধভাবে সামাজিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- নাজমুল ইসলাম,শামীম উদ্দিন, মুহিবুস সামাদ সবু,কামাল উদ্দিন, বুরহান উদ্দিন মাষ্টার, বদরুল রশীদ, কামাল হোসেন, শাহ আলম, জাকির হোসেন, আব্দুল মানিক, মৌলানা সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গির আলম, ছালা উদ্দিন এনাম, কামাল উদ্দিন, আসাদ উদ্দিন, আমীনুল ইসলাম বদরুল, জাকির উদ্দিন, আলীম উদ্দিন, রুহুল ইসলাম,নুরুল ইসলাম দুদু, তাজুল ইসলাম তাজ, বদরুল ইসলাম নাজ, জয়নাল আবেদীন,জাহেদ আহমদ রাজ প্রমূখ।
প্রসঙ্গত যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীদের একটি ঐক্যবদ্ধ এবং ঐতিহ্যবান্ধব সংগঠন প্রতিষ্ঠার লক্ষে তিনটি গোলটেবিল বৈঠক আহবান করে সকলের মূল্যবান মতামতের ভিত্তিতে ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘ প্রতিষ্টা করা হয়েছে।