শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘র আত্নপ্রকাশ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিপুল সংখ্যক যুক্তরাজ্যস্থ বড়লেখা প্রবাসীদের অংশগ্রহনে  ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘র আত্নপ্রকাশ ঘটেছে।

গত ২৭ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের স্টিফোর্ড কমিউনিটি সেন্টারে একটি সার্বজনীন সংগঠন প্রতিষ্টার নিমিত্বে তৃতীয় ও সর্বশেষ গোলটেবিল বৈঠক থেকে সকলের মতামতের ভিত্তিতে   ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘  গঠন করা হয়।

সভায় সভাপতিত্ত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ  উপাধ্যক্ষ্য রাজন উদ্দিন জালাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ, বিশিষ্ট অভিনেতা স্বাধীন খসরু, চুনু মিয়া, ফরিজ আলী, মুহিবুর রহমান হেলাল, সরজুল ইসলাম, আব্দুল হাফিজ, রকিব উদ্দিন, ফরিজ উদ্দিন, আব্দুস শহীদ প্রমুখ।

তৃতীয় এই গোলটেবিল সভায় সর্ব সম্মতিক্রমে ‘দি বড়লেখা  কমিউনিটি ট্রাস্ট ইউকে’ নামে সংগঠন প্রতিষ্টার সিদ্বান্ত হয়। এবং বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদকে সভাপতি নিয়োগ দিয়ে প্রাথমিক কমিটি গঠন করা হয়।

একশত বিশ জন বিশিস্ট কমিটির নাম সভায়  ঘোষণা করা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্ণাঙ্গ কমিটির নাম পরবর্তী সভায় ঘোষণা করা হবে।

সভায় বক্তারা বড়লেখা উপজেলার সার্বিক উন্নয়নে নবগঠিত ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘  সফল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে বলেন, এই সংগঠন প্রবাসে এবং নিজ অঞ্চলের সকল মানুষের অভিন্ন উচ্চকন্ঠ এবং সামাজিক, ঐতিহ্যিক, সাংস্কৃতিক কর্মকান্ডে আলোকিত ভূমিকা রাখবে। এবং বহি:বিশ্বে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মদের সম্পৃক্ত করে বড়লেখাবাসীদের  ঐক্যবদ্ধভাবে সামাজিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- নাজমুল ইসলাম,শামীম উদ্দিন, মুহিবুস সামাদ সবু,কামাল উদ্দিন, বুরহান উদ্দিন মাষ্টার, বদরুল রশীদ, কামাল হোসেন, শাহ আলম, জাকির হোসেন, আব্দুল মানিক, মৌলানা সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গির আলম, ছালা উদ্দিন এনাম, কামাল উদ্দিন, আসাদ উদ্দিন, আমীনুল ইসলাম বদরুল, জাকির উদ্দিন, আলীম উদ্দিন, রুহুল ইসলাম,নুরুল ইসলাম দুদু, তাজুল ইসলাম তাজ, বদরুল ইসলাম নাজ, জয়নাল আবেদীন,জাহেদ আহমদ রাজ প্রমূখ।

প্রসঙ্গত যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীদের একটি ঐক্যবদ্ধ এবং ঐতিহ্যবান্ধব সংগঠন প্রতিষ্ঠার লক্ষে তিনটি গোলটেবিল বৈঠক আহবান করে সকলের মূল্যবান মতামতের ভিত্তিতে  ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘ প্রতিষ্টা করা হয়েছে।

 

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন