গতবছর দুবাইয়ে হুমায়ুন আহমেদের জন্মদিবস পালন উপলক্ষে হিমু দিবসের আয়োজন শুরু হয়। হিমু, হুমায়ুন আহমেদের সৃষ্ট এমন এক চরিত্র যার সাথে কোনও না কোনও সময় আমরা সবাই একাত্মতা প্রকাশ করি।
সমাজের বিভিন্ন ছোটখাটো অসংগতি যা সাধারণ ভাবে আমরা উপেক্ষা করি, কখনও না কখনও তা ঠিকই আমাদের কারো না কারো কাছে বড় হয়ে চোখে পড়ে। আমাদের সমাজ এই সকল ছোট খাটো অসঙ্গতি কে উপেক্ষা করতে করতে এখন অনেকটাই কলুষিত হয়ে গেছে। আর তাই আমরা আজকাল ওই সকল অসঙ্গতিকে আর অসঙ্গতি মনে করছি না।
হিমু এবং হিমুর মত অনেকেই এসকল অসঙ্গতি দেখে। আমরা চাই এই সকল অসঙ্গতিকে আমরা ধীরে ধীরে আমাদের সমাজ থেকে বিতাড়িত করি। আর তা তখনি সম্ভব যখন আমরা সচেতন ভাবে তার বিরুদ্ধে কাজ করব।
-
গতবছরের ধারাবাহিকতায় এবারো দুবাইয়ের ক্রিকপার্কে যেন চান্নিপশর রাতের আবহ নামে। অথবা নুহাশ পল্লির মতো মায়াবি একটি পরিবেশে হুমায়ূন আহমেদের ভক্তরা জড়ো হয়েছিলেন হিমু আর রূপা সেজে।
হিমু দিবসের আয়োজনে সবার সমান ভাবে অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মত। নওশের আলি, জুলফিকার হায়দার খান এবং আরিফা নুসরাতের সঞ্চালনায় সকল হিমু এবং রুপা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে জানিয়ে দেন যে সবার মাঝেই হিমু আর রুপা বাস করছে।
অনুষ্ঠানের আয়োজক নওশের আলী, জুলফিকার হায়দার খান ও মইনুল ইসলাম আগত সবাইকে কৃতজ্ঞতা জানান।
-
অনুষ্ঠানে হুমায়ুন আহমদের বিভিন্ন উপন্যাস, গল্প এবং উক্তির কিছু অংশ নিয়ে উপস্থিত একটা কুইজের আয়োজন ছিল। যা শুনে বলতে হবে সেটি হুমায়ুন আহমদের কোন উপন্যাস নাটক বা গল্প থেকে নেয়া। রুপা সেজে আসা সকলে তার সঠিক উত্তর দেয়ার মাধ্যমে জিতে নেন হিমুর থলে থেকে বই।
হিমু চরিত্রের নানা বিষয় নিয়ে নিজের লেখা ছড়া ‘হিমুনামা’ পাঠ করেন একাত্তর টিভির আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান।
অনুষ্ঠোন যারা হিমু সাজের জন্য পুরষ্কৃত হয়েছেন- তাহসিন রহমান এবং রুপা সাজের জন্য – কানিজ ফাতিমা পপি ।
এছাড়াও হুমুায়ূন আহমেদের নানা বই থেকে কিছু লাইন বলে দেয়ার পর এসব বইয়ের নামের সঠিক উত্তর দিয়ে পুরষ্কৃত হয়েছেন আলিমা লিমা , মাকসুদা খানম ,শামসুন হোসেন, জ্যোতি রশিদ, সাইদা দিবা, আরিফা নুসরাত, , রোখসানা রোজ সাবিরা সুলতানা ।
অনুষ্ঠানে আইয়ূব আলী বাবুল, মশিউর রহমান সহ কমিউনিটির বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।