বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ‘গণপ্রকৌশল দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এনায়েত করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র মাহমুদ পারভেজ।
এছাড়া শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্মসাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান প্রমুখ নেতৃত্ব দেন। গণপ্রকৌশল দিবসের আলোচনায় দেশ ও জনজীবনের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে বক্তাগণ বলেন, এই শিক্ষার মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন সাধন করে জাতীয় অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব।