বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

বাংলাদেশ হিউম্যান রাইটস ইস্ট এঙ্গেলিয়া রিজিওন নরউইচ-নরফক  কমিটি গঠিত



 

৯ সেপ্টেম্বর রবিবার বেলা দুইটায় নরউচের একটি  রেষ্টুরেন্টে আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে   বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদার এই কমিটি ঘোষনা করেন।

নব নির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি তৌফিকুর রহমান লাকি,নির্বাহী সভাপতি মো.মহব্বত শেখ, সহ সভাপতি মইন উদ্দিন, মো. ওয়ারিছ উদ্দিন, হান্নান মিয়া ও হরুফ খান, সাধারণ সম্পাদক ক্বারী  মাওলানা ইউনুস আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক  লিমন আহমদ ও জুয়েল খান,কোষাধ্যক্ষ দানা মিয়া, যুগ্ম কোষাধ্যক্ষ আফছার আলী,সাংগঠনিক সম্পাদক ক্বারী ইলিয়াছ আহমদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ঈমান হোসেন, সহ প্রচার ও প্রকাশরা সম্পাদক সাইদুজ্জামান শরীফ,আইন বিষয়ক সম্পাদক জুবের আলী,যুগ্ম আইন বিষয়ক সম্পাদক কামরান আলী,নারী  বিষয়ক সম্পাদক সালমা বেগম,সমাজসেবা সম্পাদক সুমন চৌধুরী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গয়াছ মিয়া ,অফিস সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোতাহির আলী,নির্বাহী সদস্য সাইস্তা মিয়া,কয়েছ আহমদ, শাহজাহান মিয়া, রতন চৌধুরী, জাকির আহমদ,মাহমুজ খান,তাহমিদুর রহমান লাকি।

পরে নবনির্বাচিত কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংগঠনিক সম্পাদক ক্বারী  ইলিয়াস আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  আবু শহিদ চৌধুরী।প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদার।

বিশেষ অতিথির  বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা সিটি উত্তর এবং দক্ষিণ  এর গভর্ণর  সেকান্দার আলি জাহিদ, সংগঠনের সুপ্রিম কোর্ট শাখার সহ সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান ও বরিশাল ডিভিশনের জেনারেল সেক্রেটারী আবু মাসুম ফয়সাল, ঢাকা মিরপুর শাখার সহ সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম ।

এছাড়াও বক্তব্য রাখেন  নবনির্বাচিত কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাকি, নির্বাহি সভাপতি মহব্বত শেখ, সহ সভাপতি ওয়ারিছ উদ্দিন, সাধারণ সম্পাদক  ক্বারী মওলানা ইউনুস আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক  সাইদুজ্জামান শরিফ ও নেসার আলি।

বক্তারা  যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন দাবী দাওয়া বিশেষ করে প্রবাসীদের  মানবাধিকার বিষয়ক বিভিন্ন ইস্যু ও দাবী দাওয়া নিয়ে যুক্তরাজ্য থেকে ধারাবাহিক ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে পরে সভাইকে মধ্যান্যভোজ আপ্যায়ণ করা হয়।

 

কণ্ঠ: সুমু মির্জা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন