বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

২০২১ সালে বিশেষ ‘পাওয়ার হান্ড্রেড‘ প্রকাশ করবে বিবিপিআই
ব্রিটেনে মেইনষ্ট্রিমে ব্রিটিশ- বাংলাদেশীদের অনুকরণীয় উদ্যোগ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার এন্ড ইনসপারেশন সংক্ষেপে বিবিপিআই এর  ২০১৯ ও  ২০ সালের  পাওয়ার হান্ড্রেড তালিকা প্রকাশ হবে না। তবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে বিবিপিআই এর  বিশেষ তালিকা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এবং  এ নিয়ে   বিবিপিআই নিরলস কাজ করছে বলে জানিয়েছেন  সংগঠনের  প্রতিষ্ঠাতা এবং সম্পাদক আয়শা কুরেশী  এমবিই ও  কাউন্সিলার আব্দাল উল্লাহ।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার লন্ডনের অভিজাত ক্যানারীওয়ার্ফ  ক্রসরেল প্লেস এর  বোটানিকেল গার্ডেন এ  বিবিপিআই এর সামার পার্টিতে তাঁরা জানান, আগামী ২০২১ সালে স্বাধীন বাংলাদেশ গৌরবের ৫০ বছর  পূর্ণ করছে। বাংলাদেশের এই বিশেষ সময়কে সামনে রেখে বিবিপিআই ‘পাওয়ার হান্ড্রেড’ তালিকা প্রকাশ করবে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে  ব্রিটেন প্রবাসী বাংলাদেশী  যারা বিভিন্নভাবে ব্রিটেন থেকে বাংলাদেশ এর জন্য আলোকিত কাজ করেছেন, তাদের মধ্যে থেকে  জীবিত ও মৃত  ৫০জনকে ইন্সপায়ার ফিফটি । এবং ব্রিটেনের ব্রিটিশ বাংলাদেশী  প্রজন্ম থেকে ইন্সপায়ার ফিফটি  বাচাই করে  ‘বিবিপিআই পাওয়ার হানড্রেড’  প্রকাশ করা হবে।

স্বাধীনতার ৪০ বছর পূর্তি সময়ে ২০১২ সালে যাত্রা করেছিল ব্রিটিশ- বাংলাদেশীদের মূলধারায় সম্পৃক্ত করা সংগঠন- ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার এন্ড ইন্সপায়ার। পাওয়ার হান্ডেড-  শিরোনামে   ব্রিটেনে, মূলধারায় বিভিন্ন পেশায় আলোকিত এবং অনুকরণীয় কাজ করছেন এমন  ব্রিটিশ বাংলাদেশীদের তালিকা প্রকাশ এবং মেইনষ্ট্রিম অনুষ্ঠানে তাদেরকে  তুলে ধরছে – বিবিপিআই।   ব্রিটেন সহ গ্লোবালি বিবিপিআই‘র অনুপ্রেরনাদায়ী কাজটি  ইতিমধ্যে বহুল প্রসংশীত হয়েছে ।

ক্যানারীওয়ার্ফ এর  বোটানিকেল গার্ডেন এ  সামার পার্টিতে  অংশনেন ব্রিটেন প্রবাসী ও ব্রিটিশ -বাংলাদেশী  নানা বয়সের বিশিষ্টজন। যারা ব্রিটেনের মেইনষ্ট্রিমে  বিভিন্ন পেশায় এবং সামাজিক কাজে  উজ্জ্বল অবস্থান থেকে  ব্রিটেনে অনুকরণীয় কাজের মাধ্যমে সমাজে আলো ছড়াচ্ছেন ।

বিকাল সাড়ে ৬টায় শুরু হওয়া  ‘বিবিপিআই সামার পার্টি’ শেষ হয় রাত  সাড়ে আটটায়। ছিল খাবারের নানা আয়োজন এবং খোলা মঞ্চে সঙ্গীত পরিবেশনা। অভিজাত ও দৃষ্টিনন্দন ক্যানারীওয়ার্ফ এর  ক্রসরেল প্লাজায়  নির্মল আনন্দে মূলত বাংলাদেশ এবং ব্রিটিশ বাংলাদেশীদের কর্মসৃজন ও অনুকরণীয় বার্তা ফুটে ওঠেছে।

 

 

কণ্ঠ: সুমু মির্জা

 

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন