ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দলীয়নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে প্যারিসের গার্দো নর্দের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আমরা জিয়ার সৈনিক ফ্রান্স- নামক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিএনপি ও ভ্রাতৃপতিম সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনের আহবায়ক খাঁন মনির হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম মিলনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, বাংলাদেশের জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান শিকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক উপদেষ্টা মানিক মিয়া, সাবেক সহ সভাপতি রুহুল আমিন আব্দুল্লা, সহ সভাপতি রফিকুল ইসলাম জুয়েল (ভিপি জুয়েল),ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কৃষক আব্দুল কাইয়ুম সরকার,সাবেক মুক্তিযুদ্ধ বিষায়ক সম্পাদক ওমর গাজী ও আমরা জিয়ার সৈনিক আহ্বায়ক কমিটি সদস্য ও সাবেক ছাত্র নেতা মনির মোল্লা ।
অনুষ্ঠানে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া মিল্টন। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সর্বপ্রথম আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি । আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করি। তিনি বাংলাদেশের একজন মহান আদর্শবান রাষ্ট্র নায়ক ছিলেন, আমরা তার আদর্শকে বুকে ধারন করে আমাদের এই সংগঠনকে পরিচালনা করবো । আমরা জিয়ার সৈনিক সংগঠনটি কোন ব্যক্তি,গ্রুপ বা বিশেষ কোন উদ্দেশ্যে সৃষ্টি হয়নি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বার্থ সংশ্লিষ্ট সকল কর্মকান্ড বাস্তবায়ন করবো এবং ফ্রান্স বিএনপির সাথে সমন্বয় করে কাজ করবো।’
অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও আমরা জিয়ার সৈনিক সংগঠনের আহবায়ক কমিটির সদস্য, সানাউল আলম ফৈরদাউস সোহেল, সাবেক শ্রমিক নেতা মিয়া লেলিন,ফ্রান্স বিএনপি নেতা খোরশেদ মাদবর ও সাবেক ছাত্র নেতা অশিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম মিয়া বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে দেশে ও দেশের বাহিরে অবস্থানরত শহীদ জিয়ার আদর্শের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সেই সাথে তিনি অনতিবিলম্বে দেশমাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, ‘দেশ আজ এক মহাসংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে দরকার দেশে একটি অবাধ ওসুষ্ঠ নির্বাচনের। তারা বলেন, এই সরকার একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সম্পন্ন অন্যায় ভাবে দেশমাতা, দেশনেত্রী ও জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পুন্ন অন্যায় ভাবে বন্দী করে রেখেছে।’
বক্তারা নির্বাচনের আগে বেগম জিয়ার মুক্তির জোর দাবী জানান।