সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ঈদ উল আদ্হা উপলক্ষে বিভিন্ন সাজা ভোগকারী ৬৬৯ জন কারাবন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
শেখ খলিফা মুক্তিপ্রাপ্ত বন্দীদের আর্থিক বাধ্যবাধকতা নিষ্পত্তিরও প্রতিশ্রুতি দিয়েছেন।
কারাবন্দীদের পরিবারের দুর্দশা দূর করার ও নতুন জীবন শুরু করার একটি সুযোগ করে দিতেই এই পদক্ষেপ গ্রহন করেছেন বলে জানিয়েছে আরব আমিরাতের একটি প্রভাবশালি দৈনিক পত্রিকা।