ইতালি আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিদেশে লুকিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে শাস্তি কার্যকরের দাবি জানানো হয়েছে।
দলীয় নেতারা বলেন- দেশ ও জাতির স্বার্থে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে । বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করে নেতারা বলেন,বিদেশের
মাটিতে যারা দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে, তাদের চিহ্নিত করতে হবে।
ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমদ ঢালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন,কে এম লোকমান হোসেন, হাসনাত মিয়া,এস এম মশিউর রহমান শিহাবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
শেষে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
কণ্ঠ: সুমু মির্জা