গোলাপগঞ্জ (সিলেট) পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ভোট গ্রহনের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে। শনিবার বিকেল পৌরশহরের একটি অভিজাত সেন্টারে এ কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর পরিবেশে ভোটাররা দুপুরের পর থেকে কাউন্সিল সেন্টারে আসতে দেখা যায়। কোন রকম বিশ্ঙ্খলা ছাড়া ভোটাররা তাদের ভোট প্রদান করেন।
পৌর বিএনপির আহবায়ক হাসান ইমাদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাউন্সিল হেলালুজ্জামান হেলাল ও আমিন উদ্দিন আহমদের পরিচালনায় আয়োজিত কাউন্সিল সম্মেলনে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা কয়েছ আহমদ, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হুসেন জীবন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক অনুষ্ঠানের উদ্বোধক কামরুল হুদা জায়গীরদার, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, জেলা আহবায়ক কমিটির সদস্য অধ্যাপিকা ছামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, মাহবুবুর রহমান চৌধুরী ফয়ছল, এড. এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গফুর, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগ পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান প্রমুখ।
বক্তারা বলেন, দেশে আজ গনতন্ত্র নাই বললেই চলে। গনতন্ত্রকে পূনরুদ্ধার করে গণতান্ত্রিক দেশ গড়তে হবে। তার জন্য প্রয়োজন আমাদের শক্তিশালী অবস্থান। তাই দেশের সব জায়গায় গড়ে তুলতে হবে বিএনপির শক্তিশালী সাগঠনিক কার্যক্রম। তারা বলেন দলের ক্রান্তিকালে সকল ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভূলে দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
কাউন্সিল নির্বাচনে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন, মশিকুর রহমান মহি, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল খালিক, সাধারণ সম্পাদকনির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল আম্বিয়া চৌধুরী জামিল ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দুলাল আহমদ।