২ আগস্ট বৃহস্পতিবার বিশিষ্ট কথাসাহিত্যিক, মুক্তিযোদ্ধা–সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ১৮তম মৃত্যু বার্ষিকী । তিনি ২০০০ সালের ২ আগস্ট মৃত্যুবরণ করেন। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে। পারিবারিকভাবেও দিনটি পালন করা হবে।
২ আগস্ট মরহুমের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের জাফর মঞ্জিল এ তাঁর কবর জেয়ারত, কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে। উপজেলা কনফারেন্স হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।
আকাদ্দস সিরাজুল ইসলাম সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের একটানা ২২ বছর (১৯৬৮–৯০) সাধারণ সম্পাদক এবং ৬ বছর (১৯৯০–৯৬) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ষাট দশকের বিশিষ্ট সাহিত্যিক আকাদ্দস সিরাজুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন সময়ে আসামের করিমগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্র ‘মুক্তবাংলা‘র ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তাঁর সমগ্র রচনা ২ খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়া একটি স্মারক গ্রন্থও বেরিয়েছে।