বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএর) এসেক্স রিজওনের মেম্বারশিপ সেক্রেটারি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সুফান ফারুক ও মানিক মিয়ার পিতা বিশিষ্ট সমাজসেবক হাজী জমির আলী ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার মাউন্ট এডোরা হসপিটালে ব্রেন ষ্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ইলামের গাও গ্রামে। মরহুমের নামাজে জানাজা আগামীকাল বাদ জুম্মা তাহার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
আব্দুল সুফান ফারুক ও মানিক মিয়ার পিতার মৃত্যুতে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনসহ লণ্ডনের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা হলেন- বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, বিসিএর সিনিয়র সহ সভাপতি অলি খান, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, কোষাধ্যক্ষ, সাইদুর রহমান বিপুল, প্রেস ও পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসনে টিপু, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ শামছুল হক, সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার, যুগ্ম সম্পাদক মিছবাহ মাছুম ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্নার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।