স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছে বাংলার মেলা।প্রবাসের মাটিতে বাংলাদেশিদের সার্বজনীন প্রাণের উৎসব হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী এই মেলায় বিপুলসংখ্যক বাংলাদেশি ও বিদেশিরা অংশগ্রহণ করেন।
১৫ জুলাই রবিবার শহরের প্রাণকেন্দ্রে প্লাসা মাকবায় এ মেলা অনুষ্ঠিত হয়।
বার্সেলোনা মিউনিসিপ্যাল করপোরেশনের বহু সংস্কৃতির অনুষ্ঠানের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে।
আসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানিয় বাংলাদেশি বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় উৎসবটি ছিল প্রানবন্ত।
কণ্ঠ: মনাক্কা নাছিম