১ জুলাই রবিবার , লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল ইউরোপে বাঙালিদের সর্ববৃহৎ উৎসব লন্ডন বৈশাখি মেলা। বাঙালি অধ্যূষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই লন্ডন বৈশাখি মেলা। ব্রিটেনের মূলধারায় কার্নিভাল হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত এই বৈশাখি মেলায় পুরো ইউরোপ থেকেই লক্ষাধিক মানুষ এসে মিলিত হতেন । কিন্তু দিন দিন কমছে মেলায় জনসমাগম। কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত বছরের মেলায় প্রায় ৪০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন।
৫২বাংলাটিভি উৎসব সময়ে ইউভার্স ফিল্ডে কথা বলেছেন- কমিউনিটির বিভিন্ন পেশা ও সংগঠকের অনেকের সাথে। প্রকাশ পেয়েছে হতাশা। আগামী মেলা নিয়েও প্রত্যাশা ও সম্ভাবনার কথাও বলেছেন অনেকে
কণ্ঠ: তিশা সেন