উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছে নর্থ ওয়েস্ট বাঙালী হিন্দু কালচারাল এসোসিয়েশন ।ওল্ডহ্যাম এর স্হানীয় এক হলে পাঁচ দিন ব্যাপী আনন্দ মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করা হয়।
এতে পূজা, অর্চনা,গান,নৃত্য,দামাইল গান সহ বাঙালী হিন্দুদের হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা হয় ।পূজা অনুষ্ঠানে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ভক্তদের উপস্থিতিতে প্রবাসে বাঙালিদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান ।পূজা উপলক্ষে শিশু কিশোর ও মহিলারা নানা রঙের পোশাক সাজ্জে পূজা মন্ডপে উপস্থিত হন।
এই উপলক্ষে পূজা কমিটির উদ্যোগ বিশেষ সংকলন বের করা হয় ।এতে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম শিশু ও কিশোরদের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় ।পূজার পাঁচ দিন উপস্থিত ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় ।পূজা অনুষ্ঠানে বাঙালী সনাতন ধর্মাবলম্বীরা ছাড়া অন্যান্য ধর্মের অনুসারী উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
কণ্ঠ: তিশা সেন