সুবিধা বঞ্চিতদের সাবলম্বী করার উদ্যোগ নিয়েছে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন
- আপডেট সময় : ০৪:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / 682

বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, যুক্তরাজ্যস্থ নিউহ্যাম বারার সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার মাধ্যমে আমরা এই সমাজ থেকে সহজেই দারিদ্রতা দূর করতে পারি। তিনি বলেন সমাজের বিত্তবানরা মানবিক চেতনা লালন করে যদি সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করতে তাদের পাশে দাড়ান তবে এই সমাজের মৌলিক সংকট সহজেই দূরীকরণ সম্ভব।
ব্যারিস্টার নাজির আহমদ ১০ মে শুক্রবার তার নিজ অর্থায়নে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলার বেশ কিছু সুবিধাবঞ্চিত পুরুষ ও নারীকে পুরো সেলাই মেশিন সেট (সিঙ্গার সেলাই মেশিন, স্ট্যান্ড, টেবিল, সিজার, সুতাসহ আবশ্যকীয় প্যাকেট) বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
ব্যারিস্টার নাজির আরও বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশের মানুষগুলোর রয়েছে অফুরন্ত জীবনীশক্তি ও কর্মস্পৃহা। কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে যথাযথ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টন না থাকায় আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছি।
তিনি বলেন, এ দেশ আমাদের প্রিয় স্বদেশ। আমাদেরকেই দেশ এবং মানুষের কল্যাণে নি:স্বার্থভাবে কাজ করে যেতে হবে। নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় অনুষ্ঠিত এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী সেলিম মোহাম্মদ আলী আসগর, বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ মোস্তফা মিয়া, সিনিয়র সাংবাদিক কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, লেখক ও কবি জায়েদ আলী, বিশিষ্ট আইনজীবী মুমিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অনেক পরিবারের উপার্জন সক্ষম পুরুষ ও মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিনের সেট সহ সকল উপকরণ বিতরণ করা হয়।
মোবাইল আসক্তি কীভাবে কেড়ে নিচ্ছে শিশুদের ভবিষ্যত !

















