ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়োজাহাজ উড্ডয়ন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 61

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারে বার্তা পাঠান যে রানওয়েতে কিছু দেখা যাচ্ছে। এরপর ফ্লাইটটি টানা ২৬ মিনিট স্থগিত থাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়েতে গিয়ে একটি শিয়াল দেখতে পায়। সেটি সরিয়ে দেওয়ার পর উড়োজাহাজটি উড্ডয়ন করে।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। নির্ধারিত উড্ডয়ন সময় ছিল ১১টা ৪০ মিনিট। কিন্তু রানওয়েতে শিয়াল প্রবেশ করায় ব্যবস্থা নিতে সময় লাগে এবং শেষে দুপুর ১২টা ৬ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে। এতে ২৬ মিনিট বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের অপেক্ষায় ছিল। ঠিক সে সময় রানওয়ের ওপর হঠাৎ একটি শিয়াল দেখা যায়। বিমানবন্দরের পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে শিয়ালটিকে তাড়িয়ে রানওয়ে খালি করে। রানওয়ে সম্পূর্ণ খালি নিশ্চিত করার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।’

ইব্রাহীম খলিল আরও বলেন, ‘প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরিদর্শন করা হয়। আজও পরিদর্শনে রানওয়ে ক্লিয়ার বলে জানানো হয়েছিল। তবে রানওয়ের আশপাশে ঘন ঝোপঝাড় ও জঙ্গল থাকায় মাঝে-মধ্যে শিয়াল, সাপ বা কুকুর রানওয়েতে চলে আসে। প্রতি ছয় মাস অন্তর বিমানবন্দরে কুকুর অপসারণের কার্যক্রম পরিচালিত হয়। সিটি করপোরেশনের সহায়তায় অভ্যন্তরে থাকা কুকুর ধরে বাইরে ছেড়ে দেওয়া হয়। আশপাশের বন-জঙ্গলও পরিষ্কার রাখা হয়। প্রতিবার নিরাপত্তার ঘাটতি না থাকে, সেজন্য প্রতিটি ফ্লাইটের আগে গাড়ি নিয়ে আবার রানওয়ে পরীক্ষা করা হয়।’

নিউজটি শেয়ার করুন

বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়োজাহাজ উড্ডয়ন

আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারে বার্তা পাঠান যে রানওয়েতে কিছু দেখা যাচ্ছে। এরপর ফ্লাইটটি টানা ২৬ মিনিট স্থগিত থাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়েতে গিয়ে একটি শিয়াল দেখতে পায়। সেটি সরিয়ে দেওয়ার পর উড়োজাহাজটি উড্ডয়ন করে।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। নির্ধারিত উড্ডয়ন সময় ছিল ১১টা ৪০ মিনিট। কিন্তু রানওয়েতে শিয়াল প্রবেশ করায় ব্যবস্থা নিতে সময় লাগে এবং শেষে দুপুর ১২টা ৬ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে। এতে ২৬ মিনিট বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের অপেক্ষায় ছিল। ঠিক সে সময় রানওয়ের ওপর হঠাৎ একটি শিয়াল দেখা যায়। বিমানবন্দরের পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে শিয়ালটিকে তাড়িয়ে রানওয়ে খালি করে। রানওয়ে সম্পূর্ণ খালি নিশ্চিত করার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।’

ইব্রাহীম খলিল আরও বলেন, ‘প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরিদর্শন করা হয়। আজও পরিদর্শনে রানওয়ে ক্লিয়ার বলে জানানো হয়েছিল। তবে রানওয়ের আশপাশে ঘন ঝোপঝাড় ও জঙ্গল থাকায় মাঝে-মধ্যে শিয়াল, সাপ বা কুকুর রানওয়েতে চলে আসে। প্রতি ছয় মাস অন্তর বিমানবন্দরে কুকুর অপসারণের কার্যক্রম পরিচালিত হয়। সিটি করপোরেশনের সহায়তায় অভ্যন্তরে থাকা কুকুর ধরে বাইরে ছেড়ে দেওয়া হয়। আশপাশের বন-জঙ্গলও পরিষ্কার রাখা হয়। প্রতিবার নিরাপত্তার ঘাটতি না থাকে, সেজন্য প্রতিটি ফ্লাইটের আগে গাড়ি নিয়ে আবার রানওয়ে পরীক্ষা করা হয়।’