বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড
- আপডেট সময় : ০৮:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 80
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)—এমন দাবি করেছে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ ও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের আপত্তির পর কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি তাদের অবস্থান পরিবর্তন না করায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ ও ক্রিকইনফো।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশের কিছু দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিসিবি আইসিসির সিদ্ধান্ত মানতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
চিঠির অনুলিপি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম–এর কাছেও পাঠানো হয়েছে। একই সঙ্গে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিকেট স্কটল্যান্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স ও বর্তমান টি–টোয়েন্টি র্যাঙ্কিং (১৪তম) বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে খেলবে। তারা ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় ম্যাচ খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে।
আইসিসি সূত্র জানিয়েছে, সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ বাংলাদেশকে দেওয়া হয়েছিল এবং বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। তবে প্রথমবারের মতো নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের দাবি জানানোয় শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




















