ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো খামে কী লেখা, কেনো লাগানো হলো

৫২ বাংলা
  • আপডেট সময় : ১০:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 119
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের ভেতরে ঢুকে তাঁর চলন্ত গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুতগতিতে সরে পড়েছেন এক মোটরসাইকেল চালক।

ঘটনার সময় তারেক রহমান ওই বুলেটপ্রুফ গাড়িতেই অবস্থান করছিলেন। তাঁর গাড়ির সামনে ও পেছনে নিজস্ব নিরাপত্তা দলও দায়িত্ব পালন করছিল।

গত বুধবার রাতে কার্যালয় থেকে বাসায় ফেরার পথে রাত পৌনে ১২টার দিকে গুলশান-৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার চার দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো ওই মোটরসাইকেল কিংবা চালককে শনাক্ত করতে পারেনি। খামের ভেতরে কী ছিল, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ মারা একটা খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে। এটা কেন, কী উদ্দেশ্যে করল সেটা এখনো জানা যায়নি।”

ওসি আরও বলেন, “সাদা হিরো হাংক মোটরসাইকেলটিতে একজনই আরোহী ছিলেন। সেখানকার একটা ভিডিও আমরা পেয়েছি, তবে সেটা খুব স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলটি ৬৫ নম্বর সড়কে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তার (তারেক রহমান) গাড়ি বহরে নিজস্ব নিরাপত্তা দলও (সিএসএফ) ছিল।”

এ বিষয়ে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, “আমরা তদন্ত করছি। ওই খামে কী লেখা ছিল বা কী আছে সেটা আমাদের দেওয়া হয়নি। ওটা সিএসএফ (বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দল) এর কাছে আছে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আনোয়ারুল ইসলাম অভি

সম্পাদক; ৫২বাংলাটিভি ডটকম
ট্যাগস :

তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো খামে কী লেখা, কেনো লাগানো হলো

আপডেট সময় : ১০:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের ভেতরে ঢুকে তাঁর চলন্ত গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুতগতিতে সরে পড়েছেন এক মোটরসাইকেল চালক।

ঘটনার সময় তারেক রহমান ওই বুলেটপ্রুফ গাড়িতেই অবস্থান করছিলেন। তাঁর গাড়ির সামনে ও পেছনে নিজস্ব নিরাপত্তা দলও দায়িত্ব পালন করছিল।

গত বুধবার রাতে কার্যালয় থেকে বাসায় ফেরার পথে রাত পৌনে ১২টার দিকে গুলশান-৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার চার দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো ওই মোটরসাইকেল কিংবা চালককে শনাক্ত করতে পারেনি। খামের ভেতরে কী ছিল, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ মারা একটা খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে। এটা কেন, কী উদ্দেশ্যে করল সেটা এখনো জানা যায়নি।”

ওসি আরও বলেন, “সাদা হিরো হাংক মোটরসাইকেলটিতে একজনই আরোহী ছিলেন। সেখানকার একটা ভিডিও আমরা পেয়েছি, তবে সেটা খুব স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলটি ৬৫ নম্বর সড়কে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তার (তারেক রহমান) গাড়ি বহরে নিজস্ব নিরাপত্তা দলও (সিএসএফ) ছিল।”

এ বিষয়ে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, “আমরা তদন্ত করছি। ওই খামে কী লেখা ছিল বা কী আছে সেটা আমাদের দেওয়া হয়নি। ওটা সিএসএফ (বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দল) এর কাছে আছে।”