চুকনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উদযাপন
- আপডেট সময় : ০৯:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / 1057
গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই পতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষ্যে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর এর পক্ষ থেকে যথাযথ ভাবে দিবসটি পালনের জন্য খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে জন সচেতনতামূলক র্যালী,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার(২২ অক্টোবর) সকাল ১১ টায় চুকনগর বাসষ্টান্ডে খর্ণিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসানের দিক নির্দশনায় এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সিনিয়ার সাংবাদিক ইব্রাহীম রেজা, চুকনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর ঘোষ, সুমন ব্রহ্ম,এম এম ইব্রাহীম হোসেন,জাহাঙ্গীর আলম (মুকুল) থ্রিহুইলার পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক, সহ উপজেলার বিভিন্ন স্থরের ব্যাক্তিবর্গ।
আলোচনা সভায় দিবসটি সফল করার লক্ষ্যে জনসাধারণের উদ্দশ্যে খর্ণিয়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়। এ আহ্বানে সকলের উদ্দশ্যে বলা হয়- “মুজিব বর্ষের শপথ নিন, সড়ক দূর্ঘটনাকে বিদায় দিন”। “প্রতিদিন হোক নিরাপদ দিন, সড়ক দূর্ঘটনা বিদায় দিন” এমনই নানা রকম সচেতনতা মূলক স্লোগান দিয়ে মানুষকে নিরাপদ সড়কে যানবাহন সহ পথ চলাচলের দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও সারাদিন ব্যাপি নানা সচেতনতা মূলক মাইকিং হাইরোডে প্রচার করা হয় এবং লিফলেট প্রদান করা হয়।
সর্বশেষ উপস্থিত সকলেকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ সহ সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।




















