ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 120

চট্টগ্রামে জশনে জুলুস র‌্যালি

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দুইজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যালিতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে আইয়ুব আলী মাটিতে পড়ে যান এবং ভিড়ে পদদলিত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই র‍্যালিতে মুরাদপুর এলাকায় মানুষের চাপে আরও ৭–৮ জন আহত হন। তাদের মধ্যে সাইফুল ইসলাম (১৩) নামে এক কিশোর মারা যায়। আহত মাহফুজ (৩৫) নামে একজনকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত আরও একজন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

আঞ্জুমানের স্বেচ্ছাসেবক মো. আমিনুর রহমান জানান, “জুলুসে প্রচণ্ড ভিড়ে কয়েকজন চাপা পড়ে। আহত পাঁচজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। একজন আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজন ১২ বছরের শিশু।”

এর আগে সকাল ১০টায় লাখো মানুষের উপস্থিতিতে জশনে জুলুস শুরু হয়। এ বছর জুলুসে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। উপস্থিত আছেন শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ, সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ এবং আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।

জশনে জুলুসের আয়োজক সংস্থা ছিল আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সার্বিক সহযোগিতা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই জুলুস সকাল ১০টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে শুরু হয়। সেখান থেকে মিছিল যায় বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় হয়ে আবারও মাদ্রাসাসংলগ্ন জুলুস ময়দানে এসে জমায়েত হয়। পরে সেখানে মাহফিল, জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দুইজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যালিতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে আইয়ুব আলী মাটিতে পড়ে যান এবং ভিড়ে পদদলিত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই র‍্যালিতে মুরাদপুর এলাকায় মানুষের চাপে আরও ৭–৮ জন আহত হন। তাদের মধ্যে সাইফুল ইসলাম (১৩) নামে এক কিশোর মারা যায়। আহত মাহফুজ (৩৫) নামে একজনকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত আরও একজন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

আঞ্জুমানের স্বেচ্ছাসেবক মো. আমিনুর রহমান জানান, “জুলুসে প্রচণ্ড ভিড়ে কয়েকজন চাপা পড়ে। আহত পাঁচজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। একজন আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজন ১২ বছরের শিশু।”

এর আগে সকাল ১০টায় লাখো মানুষের উপস্থিতিতে জশনে জুলুস শুরু হয়। এ বছর জুলুসে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। উপস্থিত আছেন শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ, সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ এবং আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।

জশনে জুলুসের আয়োজক সংস্থা ছিল আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সার্বিক সহযোগিতা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই জুলুস সকাল ১০টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে শুরু হয়। সেখান থেকে মিছিল যায় বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় হয়ে আবারও মাদ্রাসাসংলগ্ন জুলুস ময়দানে এসে জমায়েত হয়। পরে সেখানে মাহফিল, জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।