শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

প্রসঙ্গ : রামমন্দির



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়টি শুধু শুধু ধর্মসম্পর্কিত নয়। শুধু শুধু রামমন্দির আর বাবরি মসজিদ-সংশ্লিষ্টও নয়।বিষয়টি আধিপত্যের। প্রতাপের! সবল আর দুর্বলের ব্যাপার। সংখ্যাগুরু আর সংখ্যালঘু-সংশ্লিষ্ট। ভারতবর্ষে মুসলিমরা সব দিক দিয়ে দুর্বল। সংখ্যায়। রাজনৈতিক ক্ষমতায়। শক্তির আস্ফালনে।

হিন্দুরা সবল! সংখ্যায় সবল! রাজনৈতিক ক্ষমতায়নে সবল! বাহুবলে বলিয়ান! প্রতাপের রাজনীতিতে প্রবল বিশ্বাসী!

মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলে কী হত। এমন কাকদন্ত গবেষণা করে আজকাল যারা বলতে পারছেন, হিন্দু খতরে মে হায়, তাদের মস্তিষ্কে উপনিবেশ গেড়েছে উনিশ শতকীয় হিন্দু পুনরুত্থানবাদ। বঙ্কিম চন্দ্রিয় হিন্দুত্ববাদ! তারা যেন-তেন-প্রকারেণ মুসলিমদের একই শ্রেণিভুক্ত করতে কসরৎ করছেন। মুসলিমদের কল্পিত শত্রু হিসেবে মনে মনে উপস্থাপন করছেন। আসলে শত্রু হতে হলে ‘সমকক্ষতা’ দরকার। ভারতবর্ষে মুসলিমরা সেই প্রতিস্পর্ধী অবস্থানে নেই। আগামী পাঁচ শত বছরেও সেই সমকক্ষতা/সক্ষমতা অর্জিত হওয়ার কোনও সম্ভাবনা তো দূর, লক্ষণটুকুও নেই।

একশ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিমদের ‘সমকক্ষতা’র কথা উচ্চারণ করেছিলেন বটে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ব্যঙ্গল প্যাক্টের মাধ্যমে সেই সমকক্ষতা প্রদানের চেষ্টা করেছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু তাঁর আদর্শের দ্বারা হিন্দু ও মুসলমানকে এক সঙ্গে ধারন করতে পেরেছিলেন বটে। বিগত নব্বই বছরে আর কোনও ভারতীয় হিন্দু-মুসলিম সমন্বয়ের দায়িত্ব কাঁধে তুলে নেননি। সুতরাং, কেউ অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। প্রলয় চলছে! হিন্দুত্ববাদের প্রলয়! তাই, খড়কুটোর মতো সব ভেসে যাচ্ছে; এক্ষেত্রে অযথা মুসলিমদের উপর কল্পিত দোষারোপ করে প্রলয় থেকে রক্ষা পাওয়া যাবে না। যার যার ইচ্ছা, স্রোতে গা ভাসাতেই পারেন। অন্যায়কে অন্যায় বলার মতো সৎসাহস দরকার। সেই উচ্চারণ সংখ্যাগুরু জনগোষ্ঠীর পক্ষ থেকেই উত্থাপিত হওয়া চাই। সেই সৎসাহস যখন নেই, তখন মুসলিমদের দোষারোপ করে পরিস্থিতিকে ব্যালেন্স করা অমানবিক। হ্যাঁ, রীতিমতো অমানবিক।

রামমন্দির নির্মাণে কোনও ইসলামি সংগঠন বা মুসলিম ব্যক্তিবর্গ বাধা দেননি। তাই, আবালদের মতো কথা যারা বলেন, তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। রামমন্দির স্থাপনের মাধ্যমে দেশে শান্তি, সমৃদ্ধি, প্রগতি প্রতিষ্ঠিত হলে দেশের কোনও মুসলমানের পক্ষেই রামমন্দিরের বিরোধিতা করার কথা নয়। অদূর ভবিষ্যতেও কোনও আবাল মার্কা বুদ্ধিজীবী যদি বিষয়টিকে একাকার করার অপচেষ্টা করেন, ইতিহাস তাকে ক্ষমা করবে না। ভারতীয় মুসলিমদের হাজার বছর এ-উপমহাদেশকে শাসন করার গৌরবময় ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যকে লালন করবে যে-কোনও মূল্যে। রামমন্দির স্থাপনে বিরোধ বা সমর্থনের প্রশ্ন-ই আসে না।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন