ইস্ট লন্ডন মস্ক ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যৌথ উদ্যোগে ১১ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় শুরু হওয়া এই সম্মেলন শেষ হয় বিকেল সাড়ে ৪টায় । পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজন ।


তিনি বলেন, টাওয়ার হ্যামলেটসের পরিবেশ উন্নয়নে মোটা অংকের বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে । ইতোমধ্যে ১৪০০ বৃক্ষ লাগানো হয়েছে এবং বৃক্ষরোপন কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তের সম্ভাব্য ক্ষতি থেকে পরবর্তী প্রজন্মকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কমিউনিটির মানুষ সচেতন হলে কার্বন নির্গমন শুন্যের কোটায় নিয়ে আসা সম্ভব।
