সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
যুক্তরাজ্যে বসবাসরত আনডকুমেন্টেড ইমিগ্রান্ডদের স্থায়ী হবার সম্ভাবনার- খবরটি কমিউনিটিতে বিশেষভাবে আলোচিত হচ্ছে।
১৮ জুলাই বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হকের এক প্রশ্নের জবাবে নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আনডকুমেন্টেড ইমিগ্রান্ডদের বৈধতার প্রশ্নে তার সরকার নীতিগতভাবে আন্তরিক।
ব্রিটেনে কত লাখ অনথিভূক্ত ইমিগ্র্রান্ড রয়েছেন তার সঠিক পরিসংখ্যান জানা নেই। তবে ধারণা করা হয়, ৫ লাখের বেশি বৈধ অভিবাসীর পাশাপাশি সেখানে এক লাখেরও বেশি অনথিভুক্ত বাংলাদেশি রয়েছেন।
প্রধানমন্ত্রী বরিস জনসনের আশ্বাসের বিষয় নিয়ে ৫২বাংলার মুখোমুখিতে কথা বলেছেন বিশিষ্ট কমিউনিটি সংগঠক ও ব্যারিষ্টার- আবুল কালাম চৌধুরী –
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন