বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার উদ্যোগে সংগঠনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ইপিএস কমিউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি রহমত উল্লাহ চৌধুরী সুজন । সাধারণ সম্পাদক বাবলু হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন (টেলি কনফারেন্সে) কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি ও উদীচী যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক কমরেড আলীম উদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি ফ্রান্স শাখার সম্পাদক কমরেড আহমেদ আলী দুলাল।এছাড়াও বক্তব্য রাখেন যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র কুমার চন্দ।
অনলাইনে বক্তব্য রাখেন সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহাদ রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক জ,ই চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সবুজ, ও উদীচী ফ্রান্স সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য এলান খান চৌধুরী।
সভার শুরুতে সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড শামসুজ্জামান সেলিম,ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অধ্যাপিকা পান্না কায়সার এবং যুব ইউনিয়ন জাতীয় পরিষদ সদস্য অন্তর চক্রবর্তী এর স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।