মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের সাকেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী  » «   ব্রিটেনে কি দ্বিদলীয় রাজনীতি অবসানের পথে  » «   কী আছে নারী কমিশনের প্রতিবেদনে, কেনো ইসলামী দলগুলোর বিরোধিতায়?  » «   বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «   রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিলো, বিশ্বাস করেন সাকিব  » «   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি  » «  

বিয়ানীবাজারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ৪ শতাধিক রোগী
ব্যবস্থাপনায় ব্রিটিশ-বাংলাদেশীদের সংগঠন রিমোট মেডিকেল রিলিফ



স্বাস্থ্য সেবামূলক ব্রিটিশ-বাংলাদেশীদের সংগঠন রিমোট মেডিকেল রিলিফের ব্যবস্থাপনায় সিলেটের বিয়ানীবাজারে প্রায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ  প্রদান করা হয়েছে।

সমাজসেবক ও সংগঠক আব্দুল ওয়াহিদ তারেকের উদ্যোগে ১১ জানুয়ারী বুধবার দিনব্যাপী উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম সরকারি  প্রগতি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

রিমোট মেডিকেল রিলিফের মাধ্যমে বিভিন্ন বিভাগের ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, কয়েকজন স্বাস্হ্য সহকারী ও  ফার্মাসিস্ট প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের তালিকা করে এই সেবা প্রদান করা হয়।

রিমোট মেডিকেল রিলিফের  চেয়ারম্যান ডা: বিল্লাল খান বলেন, প্রতি বছর ধারাবাহিকভাবে সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রকৃত নিডি মানুষদের চিকিৎসকসেবা দিতে কাজ করছে। আমাদের টিম বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত।এবং বেশীরভাগ রোগীকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।চেয়ারম্যান ডা: বিল্লাল খান বলেন, প্রত্যন্ত অঞ্চলের রোগীদের সেবা দিতে পেরে আমরা আনন্দিত।

আয়োজক সমাজসেবী ও সংগঠক আব্দুল ওয়াহিদ রিমোট মেডিকেল রিলিফ এর মানবিক সেবামূলক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সুবিধা বঞ্চিতদের বড় একটি অংশ বিনা চিকিৎসায় মারা যায়।  ব্রিটিশ-বাংলাদেশীদের এই সংগঠন তাদের সেবায় এগিয়ে এসেছে, যা একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের অঞ্চলের পক্ষ থেকে পুরো টিমকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, যুক্তরাজ্য প্রবাসী ও ৫২বাংলা টিভি  করেসপন্ডেন্ট সাদিক রহমান বকুল,বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন,ইউপি সদস্য জামাল হোসেন, প্রবীন ব্যক্তিত্ব ফখরুল ইসলাম,সেলিম উদ্দিন আহমদ,ছাত্রনেতা আহমেদ সাব্বির,৫২বাংলা টিভি পূর্বাঞ্চল প্রতিনিধি এবাদুর রহমান জাকির,সাংবাদিক আহমদ রেজা চৌধুরী ও সমাজকর্মী শাহেদ আহমদ চৌধুরী, ছাত্রনেতা আহমেদ সাব্বির, আব্দুল মুনিম সাব্বির, মুনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, সায়েম আহমদ, তাহমিদ হোসেন, আবু সাইদ,হোসেন আহমদ, দেলোয়ার হোসেন দিলু, মাহিন জাকারিয়া প্রমুখ।

অনাড়ম্বরহীন অনুষ্ঠানের শুরুতে সকল মানুষের কল্যাণ ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক মাওলাসনা আব্দুল মতিন।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন