মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «   টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিকের প্রাণহানি এবং সৃষ্ট অস্থিরতা-সহিংসতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্ষোভ-নিন্দা  » «   সৃজনের আলোয় মুস্তাফিজ শফি, লন্ডনে বর্ণাঢ্য সংবর্ধনা  » «   বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য  » «   দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ  » «   কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের সাফল্য  » «   যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে  » «   আমি লুলা গাঙ্গ : আমার আর্তনাদ কেউ  কী শুনবেন?  » «   বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত  » «   লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বিয়ানীবাজারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ৪ শতাধিক রোগী
ব্যবস্থাপনায় ব্রিটিশ-বাংলাদেশীদের সংগঠন রিমোট মেডিকেল রিলিফ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

স্বাস্থ্য সেবামূলক ব্রিটিশ-বাংলাদেশীদের সংগঠন রিমোট মেডিকেল রিলিফের ব্যবস্থাপনায় সিলেটের বিয়ানীবাজারে প্রায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ  প্রদান করা হয়েছে।

সমাজসেবক ও সংগঠক আব্দুল ওয়াহিদ তারেকের উদ্যোগে ১১ জানুয়ারী বুধবার দিনব্যাপী উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম সরকারি  প্রগতি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

রিমোট মেডিকেল রিলিফের মাধ্যমে বিভিন্ন বিভাগের ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, কয়েকজন স্বাস্হ্য সহকারী ও  ফার্মাসিস্ট প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের তালিকা করে এই সেবা প্রদান করা হয়।

রিমোট মেডিকেল রিলিফের  চেয়ারম্যান ডা: বিল্লাল খান বলেন, প্রতি বছর ধারাবাহিকভাবে সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রকৃত নিডি মানুষদের চিকিৎসকসেবা দিতে কাজ করছে। আমাদের টিম বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত।এবং বেশীরভাগ রোগীকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।চেয়ারম্যান ডা: বিল্লাল খান বলেন, প্রত্যন্ত অঞ্চলের রোগীদের সেবা দিতে পেরে আমরা আনন্দিত।

আয়োজক সমাজসেবী ও সংগঠক আব্দুল ওয়াহিদ রিমোট মেডিকেল রিলিফ এর মানবিক সেবামূলক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সুবিধা বঞ্চিতদের বড় একটি অংশ বিনা চিকিৎসায় মারা যায়।  ব্রিটিশ-বাংলাদেশীদের এই সংগঠন তাদের সেবায় এগিয়ে এসেছে, যা একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের অঞ্চলের পক্ষ থেকে পুরো টিমকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, যুক্তরাজ্য প্রবাসী ও ৫২বাংলা টিভি  করেসপন্ডেন্ট সাদিক রহমান বকুল,বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন,ইউপি সদস্য জামাল হোসেন, প্রবীন ব্যক্তিত্ব ফখরুল ইসলাম,সেলিম উদ্দিন আহমদ,ছাত্রনেতা আহমেদ সাব্বির,৫২বাংলা টিভি পূর্বাঞ্চল প্রতিনিধি এবাদুর রহমান জাকির,সাংবাদিক আহমদ রেজা চৌধুরী ও সমাজকর্মী শাহেদ আহমদ চৌধুরী, ছাত্রনেতা আহমেদ সাব্বির, আব্দুল মুনিম সাব্বির, মুনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, সায়েম আহমদ, তাহমিদ হোসেন, আবু সাইদ,হোসেন আহমদ, দেলোয়ার হোসেন দিলু, মাহিন জাকারিয়া প্রমুখ।

অনাড়ম্বরহীন অনুষ্ঠানের শুরুতে সকল মানুষের কল্যাণ ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক মাওলাসনা আব্দুল মতিন।

 

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন