আশির দশকের শক্তিমান কবি, পঞ্চখন্ডের ভূমি পুত্র l বিশিষ্ট কবি ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক আর নেই। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
কবি ফজলুল হক একজন শক্তিমান কবি হিসেবে সর্বত্র খ্যাতি অর্জন করেন। তিনি বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। তাঁর বাড়ি বিয়ানীবাজার পৌরশহরের কসবা নয়াটিল্লা এলাকায়। তিনি গত কয়েক বছর থেকে সিলেট নগরীতে বসবাস করেন। সম্প্রতি তিনি ষ্ট্রোকসহ নানা রোগে আক্রান্ত হন। নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমের জানাযার নামাজের সময় এখনো নির্ধারণ করা হয়নি। জানাযার নামাজের সময় পরবর্তীতে জানানো হবে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।