পাহাড়ের বুক চিরে বেরিয়ে পড়া পানির সাথে প্রকৃতির মুগ্ধকর সৌন্দর্য নিয়ে আছে কয়েকটি ঝর্ণা। কিন্তু দুর্ঘম পাহাড়ি এলাকা হওয়াতে এর নেই কোন কদর!
প্রকৃতির অপার সৌন্দর্যকে সঙ্গী করে চলা ঝর্ণাগুলোর নামও যেন প্রকৃতির সুধা-গন্ধ মাখা – ‘ঝেরঝেরি, কাখড়া ছড়ি, ফুল ঢালনি, ফুলবাগিচা’।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা পাথারিয়া পাহাড়ের ডিমাই এলাকায় ৫২বাংলার ক্যামেরার চোখে মিলেছে – নয়নাভিরাম এই ঝর্ণাগুলো। পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণাগুলো সরকারী অথবা বেসরকারী পৃষ্টপোষকতায় গড়ে উঠতে পারে একটি সম্পূর্ণ প্রকৃতিবান্ধব পর্যটন কেন্দ্র।
বিস্তারিত দেখুন সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো. ইবাদুর রহমান জাকির এর প্রতিবেদনে। কণ্ঠ : রেজওয়ানা আহমেদ-