ওসমানীনগর উপজেলা বিএনপির উদ্যোগে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (২০ এপ্রিল ) দয়ামীর মাহরা কমিউনিটি সেন্টারে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লা মিসবাহ’র পরিচালনায় অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী , সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী , ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী , জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম আহমদ ,ওসমানীনগর মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী প্রমূখ।