­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «  

লন্ডনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল



বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আয়োজনে লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার পূর্ব লন্ডনের দ্যা এট্রিয়াম হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজন, সংগঠক, প্রবীন ব্যক্তিত্ব ও সংগঠনের ট্রাস্টিবৃন্দ।

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল করিম নাজিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ও বক্তব্য রাখেন- বিয়ানীবাজারের কৃতি সন্তান  যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ্ব শামছ উদ্দিন খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস, স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, যুক্তরাজ্য  আওয়ামীলীগের সভাপতি সুলতান শরিফ, বাংলাদেশ হাইকমিশন লন্ডন এর ডেপুটি হাইকমিশনার জাহিদ উল ইসলাম, যুক্তরাজ্য  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) সভাপতি এম এ মুনিম ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতি ইউকের সভাপতি আশিকুর রহমান।

 এছাড়াও বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মো.মারুফ আহমদ চৌধুরী ও আফাজ উদ্দিন, ট্রাস্টের কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ শিপন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, ট্রাস্টি জাহাঙ্গীর খান,আফছার খান সাদেক ও দিলাল আহমদ।

বক্তারা বলেন, হ্যান্ডস ফর হেলপ- শ্লোগাণ নিয়ে   ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা সেবা, গৃহ নির্মাণ সহ  আর্তমানবতার সেবায় যুগান্তকারী কাজ করছে। সংগঠনটি যুক্তরাজ্যে নিজ অঞ্চলের অগ্রজ ও নতুন প্রজন্মদের মধ্যে  সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহ্য ও ভালোবাসার বন্ধন তৈরীতে একটি ব্রিজ হিসাবে কাজ করছে।

বক্তারা বলেন, করোনা পেনডামিক সময়ে সিলেট, বিয়ানীবাজার, বড়লেখা, গোলাপগঞ্জ  এবং ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থমানবতার সেবায়  মানবিক অর্থ সহায়তা,খাদ্য সামগ্রী ও মেডিকেল ইক্যুইপমেন্ট প্রদান ইত্যাদি কাজের মাধ্যমে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মানবিকতার অনুকরণীয় দৃষ্টান্ত রেখেছে।

বক্তারা আগামীতে যুক্তরাজ্যে কমিউনিটির সেবায় নতুন প্রজন্মদের নিয়ে আরও বেশী করে সাংস্কৃতিক ও ঐতিহ্যিক কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে  যোগ্য নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিকভাবে আলোকিত উদাহরণ রেখে আসছে।

অনুষ্ঠানে  পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওলিউর রহমান চৌধুরী।ট্রাস্টের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি আব্দুল করিম নাজিম।

অনুষ্ঠানে করোনা মহামারীতে প্রাণ হারানো বিয়ানীবাজারের প্রবাসী সহ কমিউনিটির যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ ও তাদের আত্নার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়াও লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করে মোনাজাত  পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর সভাপতি আব্দুল করিম নাজিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু,কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ শিপন ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটির সকল শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের  সকল ট্রাস্টিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকল সম্মানীত ট্রাস্টির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সকলের সহযোগিতায় কমিউনিটির সেবায় ট্রাস্ট আরও সেবা ও অনুপ্রেরণামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন