শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিকের প্রাণহানি এবং সৃষ্ট অস্থিরতা-সহিংসতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্ষোভ-নিন্দা  » «   সৃজনের আলোয় মুস্তাফিজ শফি, লন্ডনে বর্ণাঢ্য সংবর্ধনা  » «   বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য  » «   দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ  » «   কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের সাফল্য  » «   যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে  » «   আমি লুলা গাঙ্গ : আমার আর্তনাদ কেউ  কী শুনবেন?  » «   বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত  » «   লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই  » «   হ্যাকনি সাউথ ও শর্ডিচ আসনে এমপি প্রার্থী শাহেদ হোসাইন  » «   ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র সাথে ঢাবি ভিসি প্রফেসর ড. এএসএম মাকসুদ কামালের মতবিনিময়  » «   মানুষের মৃত্যূ -পূর্ববর্তী শেষ দিনগুলোর প্রস্তুতি যেমন হওয়া উচিত  » «   ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পীকার নির্বাচিত  » «   কানাডায় সিলেটের  কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা ও আশার আলো  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ম্যানচেষ্টারে সহকারী হাইকমিশনের স্বাধীনতা দিবস উদযাপন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বাংলাদেশ দূতাবাস (সহকারী হাইকমিশ) ম্যানচেষ্টারের উদ্যোগে যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের উদ্যোগে দুটো অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ম্যনচেষ্টারের সিটি সেন্টারের ব্যস্ত এলাকা তারকাচিহ্নিত হোটেলে আয়োজীত প্রথম অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন কাউন্সিলের মেয়র, কাউন্সিল লীডার, কাউন্সিলারসহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।ম্যানচেষ্টার, ওল্ডাম, রচডেল, আস্টন, কিথলী, বার্নলীসহ বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত বাংলাদেশী জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন । এছাড়া বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিত্বশীল মানুষ এবং সাংবাদিকরা এতে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান ও মিসেস কানিজ ফাতেমা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির সামিরা ও রিয়ান হাবিবুল্লা’র  সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাউস অব কমন্সের সদস্য নাবেন্দ্র মিশরা, স্টকপোট কাউন্সিলের মেয়র কাউন্সিলার আডরিয়ান নটিংহাম, সাউথ টেইমসাইড কাউন্সিলের মেয়র কাউন্সিলার পাট্রি হাই।

অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষিত আলোচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারার চিত্র তোলে ধরেন। ভোজসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যি দিয়ে এ ঝাকঝমকপূর্ন এ অনুষ্ঠানের সমাপ্তি হয় । ইংল্যান্ড ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আগত অতিথিদের বঙ্গবন্ধুর ছবিযুক্ত মূদ্রা উপহার দেয়া হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে আরেকটা অনুষ্ঠানের আয়োজন করা হয় ম্যানেচষ্টারের একটা ঐতিহাসিক চার্চ হলে । শুধুমাত্র কমিউনিটির মানুষের উপস্থিতিতে সোমবার (২৮মার্চ) আয়োজীত এ অনুষ্ঠানেও সবাইকে স্বাগত জানান সহকারী হাইকমিশনার রেজাউল করিম ও কানিজ ফাতেমা।

স্বাধীনতা দিবসের উপর অনুষ্টানে আলোচনা করেন আওয়ামীলীগের সুরাবুর রহমান, সৈয়দ মাহমুদুর রহমান এডভোকেট মীর গোলাম মোস্তফা, সিপার মিয়া, রুহুল আমীন রুহেল, রুহুল আমীন চৌধুরী,ওয়েছ কামালি, ফয়জুল হক জুয়েল, গণি চৌধুরী প্রমূখ । সহকারী হাইকমিশনারের সমাপনী বক্তব্যের মধ্যি দিয়ে দীর্ঘ আলোচনা পর্বের সমাপ্তি হয় ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে সাংস্কৃতিক সংগঠন এলসিবি ও অনামিকা । রাতের খাবারের মধ্যি দিয়ে শেষ হয়
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন