সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

মো: আজিজুল হক কায়েস ওয়েস্টমিনিস্টার সিটি  কাউন্সিল লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী মনোনীত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ইংল্যান্ডের আগামী মে মাসের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডন ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের রিজেন্ট’স পার্ক ওয়ার্ডে লেবার পার্টি থেকে কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন মোঃ আজিজুল হক কায়েস। তাঁর রানিং মেট হিসেবে আছেন কিয়ান রিচার্ডসন ও কনর উইটহাম।

মর্যাদাপূর্ণ এই ওয়ার্ডের মধ্যে রয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন কেন্দ্রীয় মসজিদ (রিজেন্ট’স পার্ক মস্ক), বিখ্যাত ওয়েলিংটন হসপিট্যাল, মাদাম তুসো মিউজিয়াম, লন্ডন জু সহ লন্ডনের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ। এছাড়া ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের মধ্যে রয়েছে হাউজ অব কমন্স, হাউজ অব লর্ডস, বাকিংহাম প্যালেস, ১০ নং ডাউনিং স্ট্রীট সহ বৃটেনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকা সমূহ।

মোঃ আজিজুল হক কায়েস একাধারে একজন রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক এবং একাউন্টেন্ট হিসেবে কমিউনিটিতে সুপরিচিত।

তিনি লেবার পার্টির নর্থ ওয়েস্টমিনিস্টার সিএলপি’র (নির্বাচনী এলাকা) ফাইনান্সিয়াল অডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত কয়েক বছর ধরে। একই সাথে তিনি লেবার পার্টির লিটল ভেনিস, চার্চস্ট্রীট ও ম্যাইডা ভ্যাল শাখার নির্বাচিত ভাইস চেয়ার হিসেবেও দায়িত্বরত রয়েছেন।

মোঃ আজিজুল হক কায়েস একজন স্বনামধন্য সাংবাদিক ও তরুণ সংগঠক। এক যুগের অধিক সময় ধরে তিনি বিলেতের বাংলা মিডিয়াতেও সক্রিয়। ওয়েস্ট লন্ডন থেকে প্রকাশিত সর্বপ্রথম পূর্ণাঙ্গ ৩২ পাতার দ্বি-ভাষী (বাইলিঙ্গুয়াল) সাপ্তাহিক এনআরবি নিউজের সম্পাদক ছিলেন। বর্তমানে আর্থিক বিষয়াদি ভিত্তিক নিউজ পোর্টাল www.nrbfinance.com এর সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

তিনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস- এ কয়েক বছর যাবত  বিভিন্ন  দায়িত্ব পালন করেছেন। মর্টগেজ ও ফাইন্যান্স- বিষয়ক শো ‘মানি ম্যাটার্স’ উপস্থাপনা করে প্রশংসা পেয়েছেন। এখনও বিভিন্ন অনলাইন টিভি চ্যানেলে ইস্যু ভিত্তিক নিয়মিত শো করছেন।

বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জন্ম নেয়া মো: আজিজুল হক কায়েস পড়াশোনা করেছেন দেশ সেরা ঢাকা কলেজে, এরপর তিনি উচ্চ শিক্ষার্থে চলে আসেন যুক্তরাজ্যে। বিখ্যাত অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড একাউন্টিং বিষয়ে স্নাতক সম্পন্ন করে হিসাবরক্ষণ পেশায় নিয়োজিত রয়েছেন।

গ্রাসরুট ট্রাস্ট, সেন্ট্রাল লন্ডন ইয়ুথ ডেভেলপমেন্ট ট্রাস্ট, কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহ সেন্ট্রাল ও ওয়েস্ট লন্ডনের বেশ কয়েকটি সামাজিক সংগঠনের ফান্ড রেইজিং সহ নানাবিদ ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি প্রদান করেন মোঃ আজিজুল হক কায়েস। তিনি নর্থ ওয়েস্ট মিনিস্টারের ‘চার্চ স্ট্রীট রেসিডেন্টস ফোরাম’র প্রতিষ্ঠাতা কো-অর্ডিনেটর।

কাউন্সিলর প্রার্থী মনোনীত করে লেবার পার্টি তাকে কমিউনিটির কাজে আরো বেশী উদ্বুদ্ধ করেছে বলে তিনি জানান।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন