মাদারীপুর জেলা সমিতি বার্সেলোনার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮শে ফেব্রুয়ারী সোমবার স্পেনের বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হওয়া এ সম্মেলনে আহ্বায়ক সদস্য হানিফ শরীফ, নূরে জামাল খোকন, এনায়েত ঢালী এবং আবুল কালাম আজাদ বাদলের অনুমোদনে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এ সময় ২০২২-২০২৪ সালের দু-বছর মেয়াদী কমিটিতে শফিক খান কে সভাপতি, মো. শিহাব মিয়া কে সাধারণ সম্পাদক, আবু জাফর মাসুদ হাওলাদার কে সিনিয়র সহ-সভাপতি, সাঈদ ফরাজী সুহেল কে সহ-সভাপতি এবং ইমরান তালুকদার কে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হয় এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে পূর্নাজ্ঞ কমিটি তৈরি করার আহবান জানানো হয়।
সভায় মাদারীপুর জেলা সমিতির সাবেক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বার্সেলোনায় বসবাসরত মাদারীপুর প্রবাসীরা।
অনুষ্ঠানের শেষাংশে নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের বক্তব্য আহবায়ক কমিটির সদস্যবৃন্দ এবং মাদারীপুর প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।