মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

একুশে’র কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ইতালীতে আলোচনা সভা করেছে বিএনপি



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ইতালীতে মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে আলোচনা সভা করেছে পালমা কাম্পানীয়া, সানজেন্নারো, সানজোসেফ শাখা বিএনপি।

মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে যারা প্রাণ দিয়েছেন সে সকল মহান ভাষা সৈনিকদের স্মরণ করতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের কর্মসূচী গ্রহান করা হচ্ছে। ইতালীর পালমা কাম্পানীয়া, সানজেন্নারো, সানজোসেফ শাখা বিএনপি, ইতালী মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন ধরনের কর্মসুচী বাস্তাবায়ন করতে আলোচনা সভার আয়োজন করে।

২৮শে জানুয়ারি বৃহস্পতিবার আয়োজিত সভায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাহবুব আলম মামুন এর পরিচালনায় সংগঠনের অন্যান্যদের মধ্যে বক্তব্যে মোস্তফা কামাল বারেক বলেন, বায়ান্ন‘র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে দেশে যুদ্ধ সংগঠিত হয়, দীর্ঘ কয়েক যুগ পেরিয়ে গেলেও প্রকৃত স্বাধীনতা এখানো দেশে প্রতিষ্ঠিত হয়নি। পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে রণক্ষেত্রে রক্তক্ষয়ী সংঘর্ষের পরিসমাপ্তি ঘটলেও অভ্যন্তরীন রক্ষক্ষয়ী সংঘর্ষ রয়েই গেছে যা কোন স্বাধীন দেশের নাগরিক হিসাবে কাম্য নয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মঞ্জর হোসেন, ফারুক লাগারী, মুজিবুর রহমান মুজিব, মাজহারুল হক জয়, রাসেদুজ্জামান, মনির, সুরুজ জামান, আল আমিন সহ আরো অনেকে।

সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আলম মাহবুব বলেন, যারা মায়ের ভাষাকে রক্ষা করতে প্রাণ দিয়েছেন তাদের ত্যাগের কথা প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মের হৃদয়ে গেঁথে দিতে হবে, সে জন্য বছরে একটি দিনে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ছাড়া তাদের আত্মত্যাগের বিষয়বস্ত নিয়ে সবসময় অনুষ্ঠান মালার আয়োজন করতে হবে। আমরা বাঙ্গালী জাতি, প্রবাসের মাটিতে যদি আমরা আমাদের সন্তানদের দেশে গৌরব মাখা ইতিহাসের কথা তাদের হৃদয়ে গেঁথে দিতে না পারি তা হলে সে ব্যর্থতার দায়ভার প্রবাসী অভিভাবকদের নিতে হবে। তাই তিনি, আগামী প্রজন্মের মাঝে বাংলার সঠিক ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি গেথে দিতে সকল অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

পরে শহীদ জিয়াউর রহমান, কোকো’র আত্মার মাগফেরা কামনা করে দোয়া করা হয়। এবং খালেদা জিয়া ও তারেক জিয়ার সু-স্বাস্থ্যর জন্যও দোয়া করেন নেতাকর্মীরা।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন