গোলাপগঞ্জে ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে পৌর মেয়র ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার হল রুমে মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আরবাব আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা ফরিদ উদ্দিনের পরিচালনায়, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা জাবেদুর রহমান ফারহান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। এ সময় প্রবাসীদের মধ্যে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার নির্বাহী মুহতামীম আমেরিকা প্রবাসী মাওলানা আজিজুর রহমান, মাদ্রাসার প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী ইকবাল হোসেন রুনু মিয়া, মাদ্রাসার উপদেষ্টা লন্ডন প্রবাসী সামছুল ইসলাম বাইছ মিয়া, মাদ্রাসার দাতা সদস্য আমেরিকা প্রবাসী মাহমুদুর রহমান। পরে ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘোগারকুল কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী তাজিক আহমদ চৌধুরী, অত্র মাদ্রাসার ক্যাশিয়ার নূর মিয়া, মুরব্বি সৈয়দ কয়েছ আহমদ, ঘোগারকুল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা বুরহান উদ্দিন, পৌর কাউন্সিলর জায়েদ আহমদ, মুরব্বি সামুয়েল আহমদ চৌধুরী ছামু, ফজলুর রহমান, আব্দুল আহাদ, সৈয়দ শাহনুর এলন, সাবেক কাউন্সিলর আব্দুল জলিল, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা শিব্বির আহমদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, তরুন সমাজ সেবক, সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, তরুন সমাজ কর্মী নাদিম মাহমুদ শিপলু, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা হাসান জালালী, শিক্ষক তানভীর আহমদ দিপু প্রমুখ।