ইতালীতে বসবাসরত সিলেট বিয়ানীবাজারবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন গঠনের লক্ষ্যে বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রবাসী বিয়ানীবাজারবাসীকে ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি সুষ্ঠভাবে গঠনের লক্ষ্য আহবায়ক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার রাজধানী রোমের রসই রেস্টুরেন্টে আয়োজিত সভার সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন, সদস্য সচিব জামিল উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য আলী আহমেদ, মো: মজিবুর, জাকির হোসেন, জামাল হোসেন, নুরুল হোসেন মুন্না, মারুফ আহমেদ, মো: সালেহ আহমেদ, রুবেল আহমেদ প্রমুখ।
সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দদের মতামত ও সম্মতিক্রমে বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির আহবায়ক কমিটির সদস্য আলী আহমেদ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ গমণ উপলক্ষ্য সভা শেষে তার বাংলাদেশ গমণ সফল ও শুভ কামনা জানিয়ে ফুল দিয়ে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এতে নেতৃবৃন্দেরা আলী আহমেদকে বাংলাদেশ সফর সময়ে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে অসহায় মানুষের সহযোগিতা করার আহ্বান জানান।