সিলেট বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের সাবেক মেম্বার ও সালিশ ব্যক্তিত্ব মো: আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মরহুম আব্দুল লতিফ এর বাড়ি জলঢুপ গ্রামে। তিনি কিছুদিন থেকে অসুস্থ ছিলেন । বৃহম্পতিবার (বাংলাদেশ সময়) ভোর রাত ১২:১০ মিনিটে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদ যোহর জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এদিকে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ধর্মবিষয়ক সম্পাদক মো: আব্দুল কাদিরের শ্বশুর মো: আব্দুল লতিফ এর মৃত্যুতে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মরহুমের পরকালীন শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছে।