সিলেট বিয়ানীবাজার উপজেলার যুবলীগ এর সাবেক আহবায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুস টিটু সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে এসেছেন। তার সম্মানে লন্ডনবাসি বিয়ানীবাজারের সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে এক চা-চক্রের আয়োজন করা হয়।
৪ ডিসেম্বর শনিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এসময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফয়সল উদ্দিন, লন্ডন যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক দিলাল আহমদ, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন দিলু, সাবেক ছাত্রলীগ নেতা ও বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট্রের কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, সহ সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম মিছবা রহমান, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ , সিনিয়র সহ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম,লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদিক আহমদ প্রমূখ।
চা-চক্রে সকলে বিয়ানীবাজার সরকারী কলেজে ছাত্রকালীন সময় ছাড়াও ছাত্ররাজনীতির সময় নানা ভালো কাজে সম্পৃক্ততা ও পরবর্তি সময়ে যুবলীগ এর আহবায়ক হিসাবে আব্দুল কুদ্দুস টিটুর নেতৃত্ব এবং কর্মীবান্ধব নানা উদ্যোগের কথা স্মরণ করে স্মৃতিচারণ করা হয়।
চা- চক্রের আলোচনায় ৯০ দশকের ছাত্ররাজনীতির সাথে নানা সাংস্কৃতিক ও সৃজনশীল কাজ ছাত্ররাজনীতির অংশ ছিল এবং এরাই ভবিষ্যতে তাদের স্ব- স্ব জায়গায় কোন না কোনভাবে সমাজে ভালো কাজ করছে বলেও উল্লেখ করেন।
সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস টিটু প্রবাসে যার যার অবস্থান থেকে নিজ অঞ্চলের মানুষের সেবা করার অনুরোধ জানিয়ে বলেন- একজন প্রবাসী চাইলে সমাজে দেশের নাগরিকের চেয়েও অনেক বেশী মানবিক ও অনুপ্রেরণামূলক কাজ সহজে করতে পারেন। এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নে সকল প্রবাসীর ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।