সাংসদ মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়ে তার সার্বিক কল্যাণ কামনায় দোয়ার আয়োজন করেছে বৃহত্তর ফরিদপুর আওয়ামী লীগ। রিয়াদের স্হানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৌদি আরব বৃহত্তর ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি এসকান্দার আলী খান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নুরুল ইসলাম ঢালী।
নিক্সন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, খোরশেদ মাদবর, শেখ হাফিজ, জহির সরকার, আলমগীর ফকির, মাহফুজ, লাভলু সহ আরও অনেকে।
পরে নিক্সন চৌধুরী সহ বৃহত্তর ফরিদপুরের নবনির্বাচিত সকল যুবলীগ নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়।