রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ইপসুইচে ‘লেটস বিট ক্যান্সার‘ চ্যারেটি রোড শো ও ক্যান্সার এওয়ারনেস কার্যক্রম অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লেটস বিট ক্যান্সার শ্লোগাণকে সামনে রেখে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতাল যুক্তরাজ্যে  দেশব্যাপী  চ্যারেটি রোড শো ও ক্যান্সার এওয়ারনেস কার্যক্রম শুরু করেছে।

গত ১৯ অক্টোবর, মঙ্গলবার ইপসুইচের  ইন্ডিয়া ভিলা রেষ্টুরেন্টে এক চ্যারেটি ডিনার ও  ক্যান্সার এওয়ারনেস এর উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানের  আয়োজক  ইস্ট ইন্গলিয়া রিজওনের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল শহীদ শাহ , মাহবুব আলম শামীম, মানিক মিয়া,আব্দুল মতলিব, মিসবাহ উদ্দিন,আহমেদ হোসেন বকুল, হারুন রশীদ ও হাফিজুর রহমান হাফিজ।

অনুষ্ঠানটির  স্পন্স করেছে  সালেহা ওয়েলফেয়ার অরগেনাইজেশন(এসডাব্লিউও), ইন্ডিয়া ভিলা রেষ্টুরেন্ট ও শেফ অনলাইন।

চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুস খান এর সঞ্চালনায়   ফান্ডরাউজিং পরিচালনা করেন  শায়খ  আবু সাঈদ আনসারী। চ্যারিটেবল কাজে সকল ধর্মের  আদেশ-উপদেশমূলক  বিভিন্ন তথ্যের উদ্ধৃতি দিয়ে আলোকপাত করেন আবু কাওসার। অনুষ্ঠানে  নাসিদ পরিবেশন করেন শিল্পী  আলাউর রহমান।

বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতালের চলমান কার্যক্রম  তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ফান্ডরাইজিং ডাইরেক্টর আব্দুস শফিক এবং ট্রাস্ট্রের  চ্যারিটেবল বিভিন্ন দিন নিয়ে  বক্তব্য রাখেন ট্রাস্টি আব্দুল করিম নাজিম , মার্কেটিং ডাইরেক্টর ফরহাদ হোসেন টিপু ও ট্রাস্টি আব্দুস সামাদ।

বক্তারা প্রাসঙ্গিকভাবে  উল্লেখ করেছেন, প্রবাসীদের বিরাট একটি অংশের  অর্থ সহায়তায় প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর অবস্থান সিলেটের বিয়ানীবাজারে পৌর শহরে হলেও এর সেবার পরিধি সিলেটসহ দেশব্যাপী বিস্তৃত। প্রতিষ্ঠানটি  কোন আঞ্চলিকতা বা সিলেট অঞ্চল কেন্দ্রীক দুর্বলতা  ইত্যাদিতে জিরোটলারেন্স নীতি অনুসরণ করে সেবা প্রদান করে আসছে।

যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে দুরারোগ্য  ব্যাধি ক্যান্সার চিকিৎসার লক্ষ্যে ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। সেবাশমূলক  হাসপাতালটি  প্রবাসীদের অর্থায়নে ধীরে ধীরে একটি পুর্ণাঙ্গ হাসপাতাল রুপে প্রতিষ্ঠার জন্য সকল ধরণের সর্বাত্নক চেষ্টা অব্যাহত আছে।

ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ১ লক্ষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। হাসপাতালের উদ্যোগে স্থানীয় পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে  এওয়ারনেস কার্যক্রম পরিচালনা এবং হাসপাতালের হেলথ ভিজিটররা  বাড়ী বাড়ী গিয়ে প্রায় ৬৫ হাজার পরিবারে  ক্যান্সার রোগ সম্পর্কে স্বাস্থ্য  সচেতনতা প্রদান করেছেন।

সাম্প্রতিক করোনা মহামারী   সময়ে বিনামুল্যে সরাসরি  চিকিৎসা সেবা, টেলিমেডিসিন সেবা প্রদানের পাশাপাশি করোনা আইসোলেশন ইউনিট চালু করে  প্রায় ২২ হাজার রোগীকে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

হাসপাতালটি  জটিল ক্যান্সার রোগীদের  চিকিৎসা  সেবায় প্রয়োজনে   বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল দিকনির্দেশনামূলক সহায়তা করছে।

বর্তমানে  বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতালে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দানে নিয়োজিত আছেন ৪জন চিকিৎসা । এছাড়াও  প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসকরা  হাসপাতালে এসে সেবা দিয়ে থাকেন।

এই চ্যারিটি হাসপাতালটির সকল কাজে  আলাদা আলাদা বিভাগ , বিশেষজ্ঞ ডাক্তার ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সরাসরি তত্বাবধানে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে এইসব কাজের তথ্য ও আর্থিক হিসাব মনিটরিং এবং করণীয় সম্পর্কে  দিকনির্দেশনা দেয়া হয়।

প্রসঙ্গত বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতালের যুক্তরাজ্যে  দেশব্যাপী  চ্যারেটি রোড শো ও ক্যান্সার এওয়ারনেস কার্যক্রম এর ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর, রবিবার  সাউথহ্যামটনের বিখ্যাত কুটিজ ব্রাসারি রেষ্টুরেন্টে  এক চ্যারেটি ডিনার ও ক্যান্সার এওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করে।

অনুষ্ঠানে সাউথহ্যামটনের নানা পেশার ও কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত থেকে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল  হাসপাতালকে সহযোগিতা করে আগামীতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন