আশফোর্ড ব্রিটিশ- বাংলাদেশি ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টে স্থানীয় কমিউনিটি এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিভিন্ন শহর থেকে পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশুদের
উপস্থিতি ছিল ।
দুপুর ১২টায় টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন কমিউনিটি ব্যক্তিত্ব মাহিদুর রহমান ও আশফোর্ড ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট হারুনুর রশিদ ।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ৪৭টি টিম খেলায় অংশনেয়। গ্রুপ ভিত্তিক খেলায় ফাইনাল, সেমিফাইনাল এবং ৩য় স্থান নির্ধারিত হয়। এতে পোর্টসমাউথ এর মাহের এবং এমরান জুটি এবং লন্ডনের খসরুল এবং রুহুল জুটির মধ্যে প্রতিদ্বন্দ্বীতায় মাহের এবং এমরান জুটি চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ খসরুল এবং রুহুল এবং লন্ডনের করিম ও ওয়াকিল ৩য় স্থান অধিকার করে।
বিকাল ৬টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মা টিভির সিইও ও আইনজীবী এম আব্দুল হামিদ টিপুর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যতম আয়োজক মাসুদ চৌধুরী, খোকন খান, জাহেদ বাবু,
আইনজীবী সিরাজ জাহান, ব্যবসায়ী আস মিয়া, স্পনসর জিতু মিয়া, আশফোর্ড ইসলামিক সেন্টারের খতিব মিজানুর রাহমান, কমিউনিটি কর্মী মোবারক হোসেন, মোহাম্মদ আলম, মুক্তার আলী, শিমুল কমল,
আব্দুল করিম, ফাহিম হোসেন, কামাল হোসেন, রনি, রুমান, তুহিন, জনি, হেরণ,বিপ্লব, সুমন, আহাদ, জুয়েল, লিটন, ইয়াসিন, খালেদ প্রমুখ।
পরিচালনা কমিটির পক্ষে মাসুদ চৌধুরী, জাহেদ বাবু, খোকন খান এবং বাবুল মিয়া সুন্দর ও সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, শারীর চর্চা মানসিক বিকাশের প্রথম অধ্যায়। আলোকিত দেশ ও জাতি গঠনের জন্য প্রয়োজন সবল দেহ ও সুস্থ মন। খেলাধুলার মাধ্যমে যুবকদেরকে সঠিক দিক নির্দেশনা দেয়া সম্ভব এবং প্রবাসে দেশের ভাবমূর্তি বজায় রাখা সম্ভব।
অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচার করে টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এম এ এইচ টিভি এবং লন্ডন বাংলা ভয়েস।